এইদিন ওয়েবডেস্ক,ইউনান,৩০ মে : চীনে ত্রয়োদশ শতকের একটি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ ও হুই মুসলিমদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দক্ষিণ-পশ্চিম চীনের ইউনানে ত্রয়োদশ শতকে নির্মিত নাজিয়াইং মসজিদের বাইরে বিক্ষোভ কারীদের সঙ্গে পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইঁটপাটকেল ছুড়ছে। শনিবার থেকে নাজিয়াইং মসজিদের কিছু অংশ অপসারণের নির্দেশ দেওয়ার পরে উত্তেজনা বেড়ে যায় । ভিডিওগুলি দেখা দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ মসজিদের প্রবেশদ্বারের কাছে জড়ো হয়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং হাজার খানেক বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ঘরে স্লোগান দিচ্ছে ।
স্থানীয় হুই মুসলমানদের মতে,সিসিপি এই মসজিদটিকে ভেঙে একটি নাইটক্লাব, নাচের স্টুডিও বা রেস্তোরাঁয় রূপান্তর করার পরিকল্পনা করেছে । জানা গেছে,চীনা পুলিশ ইতিমধ্যেই ওই মসজিদের একাংশ ভেঙে ফেলেছে ।
জানা গেছে,নাগুর নাজিয়াইং মসজিদটি মুসলিমদের অন্যতম এক গুরুত্বপূর্ণ মসজিদ । গত কয়েক বছরে এই মসজিদের গম্বুজযুক্ত ছাদ ও কয়েকটি মিনার নির্মাণসহ এর আকার বৃদ্ধি করা হয়। কিন্তু ২০২০ সালে চীনের একটি আদালত মসজিদটির সম্প্রসারণ কাজকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সম্প্রতি মসজিদটির গম্বুজ ও সম্প্রসারিত অংশ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয় । তবে সেখানকার মুসলিমরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেয় ।
প্রসঙ্গত,জাতিগত দিক থেকে বৈচিত্র্যময় চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ ইউনানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সরকারিভাবে নাস্তিক রাষ্ট্র হলেও চীনে ধর্মীয় স্বাধীনতার অনুমতি রয়েছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সংগঠিত ধর্মের বিরুদ্ধে নিপীড়ন বেড়েছে। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে শি জিংপিং সরকার ।।