এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ মার্চ : বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরের একটি মসজিদে ইফতারি না পাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষের লোকজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে । কার্যত রণক্ষেত্রের আকার নেয় মসজিদ চত্বর । মঙ্গলবার(১২ মার্চ ২০২৪) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে । আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে । পাবেল মিয়া(২৩) নামে এক আহতকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক । এছাড়াও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারজনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া নামক এক ব্যক্তি সমজিদে ইফতারী দেন। ইফতারী বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের খুড়তুতো ভাই রহিছ মিয়া তা পাননি। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয় । ক্রমে তা হাতাহাতিতে গড়ায় । এদিকে রহিছ মিয়া বেশ কিছু লোকজন জুটিয়ে সশস্ত্র অবস্থায় ময়না মিয়ার বাড়িতে হামলা চালিয়ে দেয় ।ইফতারি দেওয়া ময়না মিয়ার লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একে অপরকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে । ধারাল অস্ত্র দিয়ে কয়েকজনকে কোপানোও হয় । আহতদের মধ্যে ফেরদৌসা বেগম(৫০) জামরুল মিয়া(২৫),পারুল বেগম (৫০),সালমান মিয়া (১৯),মুন্না মিয়া(১৪) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে । পাবেল মিয়ার (২৩) অবস্থা গুরুতর হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাহিরপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন জানিয়েছেন,ঘটনার খবর পাওয়ার পর পুলিশবাহিনী পাঠানো হয়েছিল। তারপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে তিনি ।।