এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জুন : ফাঁকা মাঠে বসে গল্পগুজব করছিল হবু বর-কনে । আর তা নিয়ে বিবাদের জেরে তুমুল সংঘর্ষে জড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতারের দুই গ্রামের দুইদল যুবক । সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বলগোনা বাজারে । রাজীব মণ্ডল নামে এক যুবককে বাঁশ দিয়ে বেদম মারধর করা হয় বলে অভিযোগ । ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা প্রহৃত যুবক বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় দু’পক্ষের মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে ৫ জন শিকোত্তর গ্রামের বাসিন্দা, ৪ জনের বাড়ি এরুয়ার গ্রামে,একজন মুরাতিপুরের এবং একজন মান্দারডিহি গ্রামের বাসিন্দা । ধৃতরা একে অপরের বন্ধু বলে জানা গেছে। আজ শুক্রবার শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,এরুয়ার গ্রামের এক যুবকের সঙ্গে বলগোনা বাজারের পার্শ্ববর্তী গ্রামের এক তরুনীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ৷ এরুয়ারের ওই যুবক বুধবার বিকেলে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে বলগোনা বাজারে আসে । পরে তারা বলগোনা বাজারের অদূরে শিকোত্তর গ্রামের কাছে নির্জন মাঠে বসে গল্পগুজব করছিল । বিষয়টি শিকোত্তর গ্রামের কয়েকজন যুবকের নজরে পড়ে । তারা ওই জুটিকে জেরা করতে শুরু করলে একপ্রস্ত তর্কবিতর্ক হয় । তখন ওই যুগল সেখান থেকে বলগোনার দিকে চলে আসেন ।
জানা গেছে,এরুয়ার গ্রামের ওই যুবক গ্রামে ফিরে এসে ঘটনার কথা তার বন্ধুদের জানায় । এরপর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এরুয়ার গ্রাম থেকে একদল যুবক বলগোনা বাজারে এসে শিকোত্তর গ্রামের ওই যুবকদের খুঁজতে থাকে । সেই সময় শিকোত্তর গ্রামের ওই যুবকদের দলটি একটা চায়ের দোকানে বসে গল্পগুজব করছিল । এরুয়ার গ্রামের যুবকদের দলটা তাদের শাসাতে শুরু করে বাকবিতন্ডা শুরু হয় । তারই মাঝে তুমুল সংঘর্ষ বেধে যায় । সেই সময় শিকোত্তর গ্রামের একজন বাঁশ দিয়ে এরুয়ার গ্রামের যুবক রাজীব মণ্ডল সজোরে আঘাত করে । সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে । ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ভাতার থানার পুলিশ । পুলিশ আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তুচ্ছ বিষয় নিয়ে এতবড় একটা ঝামেলা বেধে যাওয়ায় হতবাক স্থানীয় বাসিন্দারা ।।