এইদিন ওয়েবডেস্ক,মনিপুর,১৫ ডিসেম্বর : মণিপুরে হিংসা থামার কোনো লক্ষণই নেই । বিহারের দুই অভিবাসী শ্রমিক শনিবার উত্তর-পূর্ব রাজ্যের কাকচিং জেলায় আততায়ীদের গুলিতে নিহত হয়েছে, যা জাতিগত হিংসায় জর্জরিত মনিপুরের সর্বশেষ হত্যাকাণ্ড । পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ কাকচিং-ওয়াবগাই সড়কের কেইরাকের পঞ্চায়েত অফিসের কাছে ঘটনাটি ঘটে।নিহতরা হলেন বিহারের গোপালগঞ্জ জেলার রাজওয়াহি গ্রামের ১৮ বছর বয়সী সুনালাল কুমার ও ১৭ বছর বয়সী দশরথ কুমার। দুজনেই নির্মাণ শ্রমিক ছিলেন এবং কাকচিং-এ একটি ভাড়া বাড়িতে থাকতেন, যেখানে মেইতী অধ্যুষিত এলাকা ।
এর আগে মে মাসে, ইম্ফল পশ্চিম জেলায় ঝাড়খণ্ডের তিন শ্রমিককে তাদের বাড়ির বাইরে গুলি করা হয়েছিল। এর মধ্যে দুই শ্রমিক নিহত এবং দুইজন গুরুতর আহত হন।শনিবার থাউবাল জেলায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এক খ্রিস্টান কুকি জঙ্গি খতম এবং তার গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সেনাবাহিনী সালংফামে একটি গাড়ি থামানোর চেষ্টা করেছিল, কিন্তু থামার পরিবর্তে তারা গুলি চালায় । এরপর সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়ে গাড়িতে থাকা সাতজনকে ধরে ফেলে । এর মধ্যে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় । তাকে ইম্ফলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।।