এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৭ জানুয়ারী : ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে ফের হিংসা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ৷ ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বেলডাঙ্গায় রেল ও সড়ক অবরোধ করা হয় । জেলা শাসক অবরোধকারীদের সব দাবি মেনে নিলে ঘন্টা ছয়েক পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে । কিন্তু বিহারে মুর্শিদাবাদের এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার বিক্ষোভ ব্যাপক হিংসাত্মক রূপ ধারন করে । ভাঙচুর করা হয় যাত্রীবাহী বাসে । রেলের বহু টাকার সামাগ্রী ভাঙচুর চালানো হয়েছে ।
জানা গেছে,এদিন সকালে বেলডাঙার বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কয়েকশো মানুষ। ভাঙচুর করা হয় রেলের লেভেল ক্রসিং। এর ফলে জাতীয় সড়ক ও রেলপথে ব্যাপক যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান এই লাইফলাইন। শুধু তাইই নয়, বিক্ষোভ চলাকালীন মালদা থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রীবাহী বাস বেলডাঙা অতিক্রম করার সময় বিক্ষোভকারীরা সেটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ছুড়তে শুরু করে। বাসের সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। প্রাণভয়ে চালক আসন ছেড়ে নেমে পড়লে বাসের ভেতর আর্তনাদ শুরু করেন যাত্রীরা। ইটের আঘাতে অন্তত ছয়জন যাত্রী জখম হয়েছেন, যাঁদের মধ্যে দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।সড়কপথের পাশাপাশি রেলের উপরও হামলা চালায় বিক্ষোভকারীরা। বেলডাঙা স্টেশনের সিগন্যাল পোস্ট এবং রেলগেটের বুম ভেঙে দেওয়ায় নিরাপত্তা খাতিরে কৃষ্ণনগর-লালগোলা শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ব রেল। কলকাতা-সাইরাং এক্সপ্রেস তিন ঘণ্টা কৃষ্ণনগরে দাঁড়িয়ে থাকার পর রুট ঘুরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতের পর পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
এদিকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে । শেষ পর্যন্ত লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কুমার শানি রাজ । তিনি বলেন,’বিক্ষোভকারীদের কেউ কেউ আশপাশের বাড়িতে ঢুকেছে৷ তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে ।’ মাঝে একবার জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি ব্যর্থ হন ।।

