আমিরুল ইসলাম,মঙ্গলকোট,১০ ফেব্রুয়ারী : ‘পথশ্রী অভিযান’ প্রকল্পে রাস্তা সংস্কারের জন্য উদ্বোধন করা হয়েছিল । কিন্তু তারপর আর রাস্তা সংস্কার হয়নি । শেষ পর্যন্ত ক্ষিপ্ত গ্রামবাসীরা আগামী বিধানসভা ভোট বয়কটের ডাক দিলেন । বুধবার মঙ্গলকোটের গোতিষ্ঠা অঞ্চলের পাঁচটি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে ঘোষনা করেন রাস্তা নির্মান করা না হলে তাঁরা ভোট দিতে যাবেন না । গ্রামবাসীদের এই প্রকার সিদ্ধান্তে অস্বস্তিতে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন ৷
রাজ্যের রাস্তাঘাটের হাল ফেরাতে ২০২০ সালের শেষের দিকে ‘পথশ্রী অভিযান’ প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা সংক্রান্ত যে সব অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছিল, তার ভিত্তিতে পথশ্রীর আওতায় মেরামতির জন্য ৭ হাজার রাস্তাকে চিহ্নিত করা হয়েছিল । গোটা রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার বেহাল রাস্তা মেরামত করা হবে বলে তখন জানানো হয়েছিল ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পর থেকে পথশ্রী অভিযান প্রকল্পে মঙ্গলকোট ব্লকের বিভিন্ন অঞ্চলের গ্রামের রাস্তা সংস্কারের জন্য উদ্বোধন করা হয় । তার মধ্যে রয়েছে গোতিষ্ঠা পঞ্চায়েতের অন্তর্গত পিলসোঁয়া ফুটবল মাঠ থেকে খতিয়ার কাঁদর পর্যন্ত প্রায় তিন কিমি ওই রাস্তাটি । এই প্রকল্পে রাস্তাটি পাকা করার জন্য মঙ্গলকোটের বিডিও ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাস দুয়েক আগে রাস্তাটির উদ্বোধন করেছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা । রীতিমত ব্যানারও লাগানো হয়েছিল । কিন্তু উদ্বোধনের পর অনান্য গ্রামের রাস্তা সংস্কারের কাজ হলেও এযাবৎ এই রাস্তার শুরুই হয়নি।
স্থানীয় গ্রামবাসী কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায় বলেন, ‘আজ বুধবার সকালের দিকে ব্লকের এক আধিকারিক এসে আমাদের জানিয়ে যান এই রাস্তাটি পথশ্রী অভিযান প্রকল্পে সংস্কার করা হবে না । এদিকে রাস্তাটির বেহাল অবস্থার কারনে দ্বারশিনী,পিলসোঁয়া, বামুনারা, আওগ্রাম ও চাঁদরা এই পাঁচটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে । তাই ওই পাঁচ গ্রামের মানুষ সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের ওই রাস্তাটির সংস্কার করা না হলে আমরা আগামী বিধানসভা ভোট বয়কট করবো ।’
এদিন বিকেলে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান । তাঁরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান । এই বিষয়ে গোতিষ্ঠা পঞ্চায়েতের প্রধান নবকুমার ঘোষ বলেন, ‘পথশ্রী অভিযান প্রকল্পে ওই রাস্তাটি পাকা করার জন্য আমরা উদ্বোধন করেছিলাম । কিন্তু রাস্তাটি সংস্কারের জন্য অনুমোদন দেওয়া হয়নি বলে শুনছি । আমরাও চাই রাস্তাটির সংস্কার করা হোক । এই বিষয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো ।’।