দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সড়ক পথের একাংশ । ফলে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । বেহাল রাস্তার কারনে মঙ্গলবার সন্ধ্যাতেও বাইক আরোহী এক যুবককে দূর্ঘটনার কবলে পড়তে হয়েছে বলে অভিযোগ । তাই অবিলম্বে সড়কপথ সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার করজগ্ৰামের বাসিন্দারা । বুধবার সকাল ১১ টা থেকে করজগ্ৰাম বাসস্ট্যান্ডের কাছে কাটোয়া-মালডাঙ্গ রোডের উপর বসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু গ্রামবাসী । বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । শেষে কাটোয়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,করজগ্ৰাম বাসস্ট্যান্ডে কাটোয়া-মালডাঙ্গ রোডের একাংশে দীর্ঘ দিন ধরে খানাখন্দের সৃষ্টি হয়েছে । বিশেষ করে করজগ্ৰামের ক্যানেল পাড়ের কাছে সড়ক পথের উপর বড়সড় একটি গর্ত রয়েছে । মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফেরার পথে ওই গর্তে এসে বাইকসহ উলটে পড়েন করজগ্রামের বাসিন্দা আজাহারউদ্দিন সেখ নামে বছর ছাব্বিশের এক যুবক । পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । বর্তমানে ওই যুবক কলকাতায় এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
করজগ্রামের বাসিন্দা মিরাজ শেখ,গোলাম মুর্তাজারা বলেন, ‘এটিই প্রথম নয় । এর আগেও রাস্তাতে ওই গর্তের কারনে বহু বাইক আরোহী দূর্ঘটনার শিকার হয়েছেন । মাসে ৬-৭ টা করে দূর্ঘটনা লেগেই থাকে । বিশেষ করে ভিন গ্রামের লোকজনই বেশি দূর্ঘটনার কবলে পড়েন । তাই অবিলম্বে সড়ক পথ সংস্কারের দাবিতে আজ পথ অবরোধ করতে বাধ্য হলাম ।’
জানা গেছে,এদিন সকালে বেশ কিছু গ্রামবাসী দূর্ঘটনাস্থলে এসে জমায়েত হয় । তাঁরা সড়ক পথের উপর ওই গর্তটি ঘিরে বসে পড়ে পথ অবরোধ শুরু করে দেন । চলে বিক্ষোভ । খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ আসে । অবরোধকারীরা সড়ক পথের খানাখন্দ সংস্কারের পাশাপাশি করজগ্ৰাম মোড়ের কাছে ডিভাইডার নির্মানের দাবি জানান । শেষে পুলিশের আশ্বাসে ঘন্টা দেড়েক পর অবরোধ তুলে নেওয়া হয় ।।