শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৬ অক্টোবর : বিগত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মুষড়ে পড়েছিলেন দলের নেতাকর্মীরা । ওই পরিস্থিতি থেকে কিছুটা হলেও এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির । এদিকে আবার শিয়রে পঞ্চায়েত নির্বাচন । তাই রাজ্যের প্রতিটি মণ্ডলের নেতাকর্মীদের আদাজল খেয়ে ময়দানে নেমে পরার বার্তা দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব । রবিবার মন্তেশ্বরে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে নেতাদের গলায় শোনা গেল এমনই সুর । মন্তেশ্বর বিধানসভার ১৪ নম্বর জেডপির সভাপতি ঝুলন হাজরা বলেন,’আমি দলের নেতাকর্মীদের বার্তা দিতে চাই আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে যেন তাঁরা পাখির চোখ হিসাবে দেখেন । এখন থেকেই জনসংযোগ শুরু করতে হবে । এলাকার বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের সমস্ত জনমুখী প্রকল্প,তৃণমূল কংগ্রেসের নেতাদের দূর্ণীতি সম্পর্কে মানুষকে অবগত করতে হবে । এদিন এই বার্তায় দলের নেতাকর্মীদের দেওয়া হয়েছে ।’
মন্তেশ্বরে বিজেপির ১৪ নম্বর জেডপির উদ্যোগে এদিন মন্তেশ্বর বাজারে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান । দলীয় পতাকা উত্তলনের পর ভারত মাতার ছবিতে ফুল অর্পন করে অনুষ্ঠানের সূচনা করা হয় । এরপর আগত নেতাকর্মীদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভ্যর্থনা জানান দলের শীর্ষ নেতারা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, বিধানসভার অবজার্ভার তরুন মল্লিকসহ অনান্যরা ।।