এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ আগস্ট : আমির খানের ‘লাল সিং চাড্ডা’কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট ট্রেন্ডকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা । একটি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বুক ফুলিয়ে বলেছিলেন ওইসব বয়কট ট্রেন্ডকে তিনি গুরুত্ব দিতে চান না । এবার সেই ঔদ্ধত্যের হাতেনাতে প্রমাণ পেলেন তিনি । বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘লাইগার’ ।
‘লাইগার’ আদপে একটি ক্রীড়ামূলক অ্যাকশন ছবি । এই ছবিটি দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেন বিজয় দেবেরাকোন্ডা । ছবিটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে । অতিথি চরিত্রে রয়েছেন বক্সিংয়ের কিংবদন্তি মাইক টাইসন । প্রায় ১৭৫ কোটি টাকা বাজেটের এই ছবিটির পরিচালক পুরী জগন্নাথ । তামিল ও হিন্দি ভাষায় ডাব করা ছবিটি সিনেমা ঘরে মুক্তি পেয়েছে ২৫ আগস্ট । কিন্তু দর্শক টানতে ব্যর্থ হয়েছে এই ছবিটি । ভারতীয় চলচ্চিত্র হিসেবে আইএমডিবির সবচেয়ে কম রেটিং পেয়েছে বিজয় দেবেরাকোন্ডার ‘লাইগার’ ।
‘লাল সিংহ চড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’-এর থেকেও করুন অবস্থা ছবিটির । ওই দুই ছবির প্রথম দু’দিনের আয় যেখানে ছয় থেকে ন’কোটি টাকা ছিল, সেখানে ‘লাইগার’ সাড়ে চার কোটিও পেরোতে পারেনি ।
আইএমডিবিতেও ‘লাইগার’-এর রেটিং দেখলে চমকে উঠতে হয় । ১০ এর মধ্যে ১.৭ । যেখানে আমির খানের ‘লাল সিংহ চড্ডা’ ৫, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ৪.৬, তাপসী পান্নুর ‘দোবারা’ ২.৯ এবং রণবীর কপূরের ‘শামশেরা’ ৪.৯ রেটিং পেয়েছে । এটি আইএমডিবিতে এখনও পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি হল লাইগার । মাত্র ১৬ হাজার ৫৫১ জন দর্শক ভোট দিয়েছেন এই ছবিকে । ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এই রকম-‘না বাঘ, না সিংহ। লাইগার একটি কিম্ভূত পশু ।’।