এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ ডিসেম্বর : গত সোমবার বাংলাদেশের রাজধানী শহর ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)মিউজিক ফেস্ট । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তানি গজল গায়ক রাহাত ফতেহ আলী খান । ওই অনুষ্ঠানে মঞ্চের ঠিক সামনে চেয়ারে বসা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । কালো জ্যাকেট পরা মধ্যবয়সী ওই ব্যক্তিকে দেখা গেছে বছর ২০-২২ এর এক তরুনীকে কার্যত কোলে বসিতে গায়ে হাত বোলাচ্ছে । তার এই প্রকার অশ্লীল আচরণে চরম অস্বস্তিতে পড়েন ওই তরুনী । তিনি দু’একবার অসন্তুষ্ট নজরে ওই মধ্যবয়স্ক ব্যক্তির দিকে আড়চোখে তাকান । ভিডিওটি শেয়ার করেছেন বাংলাদেশের ইংরাজি ব্লিটিজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী
সোয়েব চৌধুরী লিখেছেন,’এটি রাহাত ফতেহ আলী খানের কনসার্টের অনেক ভিডিওর মধ্যে একটি যা ২১ ডিসেম্বর ঢাকায় হয়েছিল। লাল স্কার্ফ পরা লোকটি ইউনূসের শীর্ষ লেফটেন্যান্টদের একজন সরজিশ আলম। আর কালো জ্যাকেট পরা ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। শুধু দেখুন তিনি একজন অচেনা মহিলার সাথে কেমন আচরণ করেন।’ রাজশ্রী নামে এক ভারতীয় মন্তব্য করেছেন, ‘সংবেদনশীল শব্দ করতে চান না, কিন্তু কেন তিনি তার হাত দূরে ঠেলে দিচ্ছেন না? হয়তো তারা সম্পর্কিত?’ তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সোয়েব চৌধুরী লিখেছেন ‘ইসলামপন্থী এবং জিহাদিরা নারীদেরকে “যৌন দাসী” হিসেবে বিবেচনা করে। বাংলাদেশে বর্তমানে এমন গুন্ডাদের শাসন চলছে।’
প্রসঙ্গত, ওই গানের অনুষ্ঠানটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান । সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই অনুষ্ঠান ছাড়াও পরবর্তীতে সিলেট এবং চট্টগ্রামেও এমন কনসার্ট-এর আয়োজন করা হবে বলে খবর । ঢাকায় আয়োজিত মিউজিক ফেস্টে পাকিস্তানি গজল গায়ক রাহাত ফতেহ আলী খানসহ দেশীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন । রাহাত ফতেহ আলী খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গান গেয়েছেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া ছল র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে কোনো সম্মানী না নিলেও বিপিএলের কনসার্ট থেকে রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে ।।