এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ মে : গোখরোর খাদ্য নধরপুষ্ট চন্দ্রবোড়া । এক বিষধর সাপের অন্য বিষধর সাপকে গিলে খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওটি দেখে কার্যত হতবাক হয়ে গেছেন নেটিজেনরা । যদিও স্বর্প বিশেষজ্ঞরা বলছেন যে এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় । সাপের সাপ খাওয়া স্বাভাবিক একটা ঘটনা ।
জানা গেছে,ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাটকানপুর গ্রামের । ঘূর্ণিঝড়ের সময়ের ঘটনা । সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কমলে এক গৃহস্থের বাড়ির পাশেই ঝোপঝাড়ের মধ্যে সাপের সাপ খাওয়া দৃশ্য নজরে পড়ে গ্রামবাসীদের । তাদের মধ্যে কেউ নিজের মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় । মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি ।
দেখুন ভিডিও 👇
স্থানীয় স্বর্পপ্রেমী ধীমান ভট্টাচার্যের কথায়, ‘চন্দ্রবোড়া সাপের খাদ্য মূলত মাঠের ইঁদুর । জনবসতি এলাকায় বসবাসকারী গোখরো সাপের খাদ্যতালিকায় ইঁদুরের পাশাপাশি চন্দ্রবোড়াও আছে । এটা প্রাকৃতিক একটা ভারসাম্য বলা যায়। অনেক সাপই অন্য সাপকে খায়।তাই এটা বিরল কোনো ঘটনা নয়।’।