শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান,০৬ মে : দলীয় পতাকা টাঙাতে গিয়ে কিছু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজেপির যুবমোর্চার কনভেনর সৌমেন কার্ফা । বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বর্ধমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন । শনিবার সন্ধ্যায় ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামে ওই ঘটনার পর উলটে সৌমেন কার্ফার বিরুদ্ধেই থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে হামলাকারীরা । এদিকে শ্লীলতাহানির অভিযোগ তোলা মধ্য বয়সী এক মুসলিম মহিলার আক্রমনাত্মক মুহুর্তের একটা ভিডিও ভাইরাল হয়েছে এলাকায় ।
ভিডিওতে দেখা গেছে, মহিলা ছুটে এসে সৌমেন কার্ফাকে জড়িয়ে ধরে এলোপাথাড়ি কিল, চড় মারতে শুরু করেন । হতভম্ব সৌমেন তার হাত নিজের মাথার উপর তোলেন, যাতে মহিলার শরীরে তার হাত স্পর্শ না হয় । ছেড়ে দেওয়ার জন্য তিনি মহিলাকে বহু কাকুতি মিনতি করেন । কিন্তু নাছোড় মহিলা সৌমেন জড়িয়ে ধরে থাকেন । মাঝে একবার মহিলা সৌমেনকে ছেড়ে দিলেও ফের ছুটে এসে তার চুল টেনে ধরেন। এবার সৌমেনের ডান হাতের আঙুল ভেঙে ফেলার চেষ্টা করেন ওই মহিলা । সৌমেন যন্ত্রনায় কাতরাতে কাতরাতে বলেন, ‘ছেড়ে দিন,আমার আঙুল ভেঙে যাবে ।’ এরপর এক ব্যক্তি সৌমেনকে সেখান থেকে সরিয়া নিয়ে যান ।
দেখুন ভিডিও 👇
এই ঘটনায় রবিবার ভাতারের বিজেপির যুবনেতা গৌরব রায় থানায় একটি অভিযোগ দায়ের করে বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা ফিরোজ মন্ডল,সাদ্দাম মন্ডল,আলো মোল্লা ও মহসিন মন্ডল নামে ৪ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা,তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা, সৌমেনের সোনার আংটি, নগদ ২৫,০০০ টাকা এবং দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন তিনি । তার অভিযোগ যে কিছুদিন আগে মফিজুল শেখ আমারুন এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানি করে । নাবালিকা ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি এবং সৌমেন কার্ফা । তাদের আন্দোলনের জেরেই পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করে জেলে পাঠায় । সেই আক্রোশেই তাদের শনিবার সন্ধ্যায় প্রাণে মারার চেষ্টা হয় বলে অভিযোগ তার । অভিযোগপত্রে রাজনৈতিক যোগসূত্রের কথা না বলা হলেই এর পিছনে ‘বড় মাথা’ জড়িত থাকার আশঙ্কা করা হয়েছে ।
তবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ কৃষ্ণ ঘোষ ভাতারের দলীয় নেতার উপর হামলার ঘটনার জন্য সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ি করেছেন । তিনি বলেন,’আমাদের দলের নেতাকে মারধর করে উলটে তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিয়েছে ৷ কিন্তু বিজেপির এটা সংস্কার নয় । বিজেপি মহিলাদের সম্মান করে । অন্যদিকে সন্দেশখালির ঘটনা দেখলে তৃণমূলের সংস্কার কি বুঝতে পারবেন । তাই তৃণমূলের সঙ্গে বিজেপিকে ঘুলিয়ে ফেলবেন না ।’ অন্যদিকে ভাতারের তৃণমূল নেতৃত্বের দাবি যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ।’।