এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মার্চ : আরজি করের তরুনী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে বারবার বিতর্কে জড়াচ্ছে রাজ্য পুলিশের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী সিভিক ভলান্টিয়াররা । ফের সিভিক ভলান্টিয়ারের কীর্তি সামনে এসেছে । এবারে প্রকাশ্য রাস্তায় মালবাহী ট্রাক থেকে টাকা তুললে দেখা গেল একজন সিভিক ভলান্টিয়ারকে । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ভিডিও রেকর্ডকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘এই দ্যাখো, বারাসাত কলোনী মোড়ে রাত্রিবেলায় টাকা তুলছে । ঘড়িতে ৯ টা ০৫ বাজে৷ ব্যাস ব্যাস…প্রচুর লরি । সরকার থেকে টাকা নিচ্ছে, আবার এখান থেকেও টাকা তুলছে৷’ তার একথা শুনে পাশের এই ব্যক্তি হেঁসে ফেলেন ।
শুভেন্দু অধিকারী ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন,’মমতার পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় নয় তোলাবাজিতে ব্যস্ত থাকে। ভিডিওটি গতকাল রাতের উত্তর ২৪ পরগণার বারাসাত কলোনী মোড়ের। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের উপর চলমান প্রতিটি ট্রাকের চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছেন। এই ঘটনা নতুন কিছু নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের উপর এভাবেই প্রতিদিন টাকা তোলে মমতা পুলিশ। বিভিন্ন থানার চুক্তিভিত্তিক চাকরিরত সিভিকদের দিয়ে এই তোলাবাজি করানো হয়। কোনো চালক এই তোলা দিতে অস্বীকার করলে তার কপালে নেমে আসে চরম দুর্ভোগ, তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়।’
তিনি আরও লিখেছেন,’মমতা পুলিশ এখন সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে অক্ষম। সামান্য আই পি এলের ম্যাচেও তারা নিরাপত্তা দিতে অক্ষম। তারা এখন দলদাস, চাটুকারিতায় ও তোলাবাজিতে পারদর্শী।’
সব শেষে তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে লিখেছেন,’আসলে এই সরকারটাই কাটমানি, ঘুষ আর তোলাবাজির সরকার। মমতা ব্যানার্জীর আমলে পশ্চিমবঙ্গে দুর্নীতি, চুরি, জোচ্চুরি, কাটমানি, ঘুষ, তোলাবাজি এগুলি সব প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছে। এই অবক্ষয় রোধ করতে হলে মমতা ব্যনার্জী আর তার দলের সরকারকে উপড়ে ফেলা ছাড়া অন্য কোনো উপায় নেই।’।