এইদিন ওয়েবডেস্ক,পাঞ্জাব,১৪ এপ্রিল : পাঞ্জাবে প্রকাশ্য দিবালোকে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা বিকাশ প্রভাকরকে (Vikas Prabhakar) নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেল দুষ্কৃতীরা । শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গল(Nangal) এলাকায় বিকাশ তার নিজের মিষ্টান্নের দোকানেই ছিলেন । দোকানের সিসিটিভি ফুটেজ দুই দুষ্কৃতীকে একটা স্কুটারে চড়ে তার দোকানের সামনে আসতে দেখা গেছে । ফুটেজে দেখা যায়, দুজনের মধ্যে একজন স্কুটারে বসে আছে এবং অন্যজন বিকাশের দোকানের ভেতরে গিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। পরে দুজনেই একসঙ্গে পালিয়ে যায় ।
কিছুক্ষণ পর পাশের দোকানের একজন হেলপার তার কাছে যায়। হেলপার বিকাশকে তার চেয়ারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই বিকাশের দোকানে লোক সমাগম হয়। আশেপাশের দোকানদাররা বিকাশকে হাসপাতালে ভর্তি করলে তাকে মৃত ঘোষণা করা হয়।বিকাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে বলে জানা গেছে ।
হামলাকারীদের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি । এদিকে এই ঘটনার প্রতিবাদে হিন্দু সংগঠনগুলো পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে । তারা জানিয়েছেন হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত বিকাশ প্রভাকরের মৃতদেহ দাহ করবেন না । জানা গেছে,মাত্র তিন মাস আগে বিশ্ব হিন্দু পরিষদের নাঙ্গলের সভাপতি পদে নিযুক্ত হন বিকাশ প্রভাকর ।।