এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১০ মে : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রবীণ সন্তুর বাদক শিব কুমার শর্মার । পরিবার সুত্রে জানা গেছে,মঙ্গলবার সকাল সকাল ৯ টার দিকে নিজের বাসভবনে তি.নি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন । হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ।
ভারতের সবচেয়ে সুপরিচিত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম শিব কুমার শর্মা । তিনি ১৯৩৮ সালে জম্মুতে জন্মগ্রহণ করেন । সন্তুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বাজানোর অগ্রদূত হিসাবে মনে করা হয় তাঁকে । সন্তুর বাদকের পাশাপাশি সুরকার হিসাবেও তিনি কাজ করেছেন । কিংবদন্তি সঙ্গীত শিল্পি পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়ার সঙ্গে জুটি বেঁধে ‘সিলসিলা’,’লামহে’ এবং ‘চাঁদনী’ এর মতো হিন্দি ছবিতে সঙ্গীত রচনা করেছিলেন শিব কুমার শর্মা ।তাঁর ছেলে রাহুল শর্মাও একজন সন্তুর বাদক।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছিলেন শিব কুমার শর্মা । হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি নিয়মিত ডায়ালাইসিস চলছিল । তবু এই অবস্থাতেও স্টেজ পারফরম্যান্স করে যাচ্ছিলেন শিব কুমার শর্মা । আগামী সপ্তাহে ভোপালে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর । কিন্তু তাঁর আগেই তিনি ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন ।
শিবকুমার শর্মার মৃত্যুতে শোক প্রকাশ করে সরোদ বাদক আমজাদ আলী খান টুইটারে লিখেছেন,’পণ্ডিত শিব কুমার শর্মাজির মৃত্যুতে একটি যুগের অবসান হল । তিনি ছিলেন সন্তুরের পথপ্রদর্শক এবং তাঁর অবদান অতুলনীয় । আমার জন্য এটি একটি ব্যক্তিগত ক্ষতি । আমি তাঁকে শেষ পর্যন্ত মিস করব । তাঁর সঙ্গীত চিরকাল বেঁচে থাকবে ! ওম শান্তি ।’।