এইদিন বিনোদন ডেস্ক,১৪ জুলাই : প্রবীণ কন্নড় অভিনেত্রী বি. সরোজাদেবী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সরোজাদেবী, যশবন্তপুরের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
বি. সরোজাদেবী কন্নড় সিনেমার একজন নেতৃস্থানীয় অভিনেত্রী ছিলেন। ‘অভিনয় সরস্বতী’ নামে পরিচিত সরোজাদেবী কন্নড়, তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমায় বিখ্যাত ছিলেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত একটানা ১৬১ টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। সরোজা দেবী ১৯৬৯ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণে ভূষিত হন। তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট এবং তামিলনাড়ু থেকে কালাইমামানি পুরস্কার লাভ করেন।
সরোজাদেবী একজন মহান অভিনেত্রী যিনি কন্নড় চলচ্চিত্র জগতে অপরিসীম অবদান রেখেছেন। বি. সরোজাদেবী, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি প্রায় ৬ দশক ধরে চলচ্চিত্র জগতে সেবা করেছেন এবং ৫টি ভাষায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত। ১৭ বছর বয়সে, তিনি কন্নড় চলচ্চিত্রের ভীষ্ম হোন্নাপ্পা ভাগবতরের “মহাকবি কালিদাস” ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।।

