এইদিন বিনোদন ডেস্ক,২৫ অক্টোবর : বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ শাহ,আজ শনিবার প্রয়াত হয়েছেন । অভিনেতার ম্যানেজার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । পাশাপাশি ৩০ বছরেরও বেশি সময় ধরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী রমেশ কাদালা জানিয়েছেন, প্রবীণ অভিনেতা সতীশ শাহ আজ বিকেলে বান্দ্রা পূর্বের তাঁর বাসভবনে মারা গেছেন। তিনি পিটিআইকে বলেন,’মনে হচ্ছে সতীশ শাহ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানতে আমরা ডাক্তারদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি৷: মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ।
সতীশ শাহ ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায় হুঁ না’ এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন । অসাধারণ রসবোধ এবং অনন্য অভিনয় শৈলীর জন্য পরিচিত সতীশ শাহ গত কয়েকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি তার একটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে।সতীশ শাহের মৃত্যুতে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রি শোকাহত, অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।।

