এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৬ নভেম্বর : বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলের জীবনাবসান হল । গত ৫ নভেম্বর থেকে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিখ্যাত এই অভিনেতা । তবে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল । তাঁর একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল । অবশেষে এদিন শনিবার (২৬ নভেম্বর ২০২২) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর ।
বিক্রম গোখলে ১৯৭১ সালে অমিতাভ বচ্চনের পরওয়ানা ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন । ২০১০ সালে তিনি মারাঠি চলচ্চিত্র ইশতিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পান । পরের বছর অর্থাৎ ২০১১ সালে তাঁকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয় । মারাঠি ছবি আঘাট দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ও মারাঠি ফিল্ম ইণ্ডাষ্ট্রি ।
সাংসদ প্রকাশ জাভড়েকর টুইট করেছেন,’প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন বহুমুখী অভিনেতার পাশাপাশি একজন প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক কর্মী ছিলেন। তিনি তার ব্যতিক্রমী অভিনয় দিয়ে মারাঠি, হিন্দি থিয়েটার এবং চলচ্চিত্র শিল্পে গভীর চিহ্ন রেখে গেছেন । ওম শান্তি !’
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর টুইট করেছেন,’ইন্ডাস্ট্রির একজন প্রবীণ এবং সবচেয়ে বহুমুখী অভিনেতাদের একজন । বিক্রম গোখলেজির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা । আমরা সবাই বড় পর্দায় তার উপস্থিতি মিস করব ।’।