এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৪ মে : রবিবার বিকেলে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ উপকূল পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকবে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া অধিদপ্তর । এদিন সকালে অধিদপ্তরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৯ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি । এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের দিকে মিয়ানমারের সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে ।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার থেকে ২১৫ কিলোমিটার পর্যন্ত ।ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর প্রচন্ড উত্তাল হবে । জলোচ্ছ্বাস স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক হবে । কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর, মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর,কক্সবাজার এবং তার পার্শ্ববর্তী দ্বীপ ও চরগুলিতে ১০ নম্বর মহাবিপদ সংকেতের দেওয়া হয়েছে । পাশাপাশি উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে ।
‘মোকা’র প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। অতি ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একাংশ এলাকায় । উত্তর বঙ্গোপসাগরে সকল মৎস্যজীবিদের নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ।।