নিজস্ব প্রতিনিধি,কালনা,৩০ জানুয়ারী : পাইকারি মার্কেটে এক বস্তা বাঁধাকপির দাম ২৫ থেকে ৩০ টাকা। আর সেই কারণেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বিস্তির্ণ এলাকায় বিঘের পর বিঘে জমিতে বাঁধাকপি মাঠে পড়েই শুকাচ্ছে।কেউ কেউ আগামী ফসল চাষ করার জন্য মাঠেই ট্রাক্টর নামিয়ে বাঁধাকপি নষ্ট করে ফেলছেন জমিতে। আবার কেউ কেউ মাঠে গরু নামিয়ে বাঁধাকপি, ফুলকপি খাইয়ে দিচ্ছেন। চারিদিকে রাজনীতিবিদরা যখন কৃষকদের নিয়ে রাজনীতি করতে ব্যস্ত, ঠিক সেই সময়ে এই রকম এক ছবি পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাঁতলা, ধীতপুর,সরডাঙ্গা এলাকার ফুলকপি বাঁধাকপি চাষিদের।তাদের দাবি মাঠ থেকে বাঁধাকপি তুলে নিয়ে গিয়ে পাইকারি মার্কেটে দিলে বর্তমানে উপরি ৩০০ থেকে ৪০০ টাকা লোকসান হচ্ছে।লেবার খরচা, ভ্যানভাড়া মিলিয়ে এক গাড়ি বাঁধাকপি পাইকারি মার্কেটে পৌঁছাতে ১ হাজার টাকা খরচ হয়। আর পাইকারি মার্কেটে এক গাড়ি বাঁধাকপির দাম মাত্র ৫০০-৫৫০ টাকা।এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক সুদীপ্ত রায় জানান,‘পার্শ্ববর্তী ফলেয়া এলাকায় এক সবজির কোল্ড স্টোর রয়েছে, কিন্তু দশ বছর তৃণমূল সরকার আসার পরও সেই কোল্ডস্টোরকে চালু করতে পারেনি,তাই চাষিদের এই দুর্দশা।’।