এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১২ মে : আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধিতার কারনে ‘জ্ঞানবাপি মসজিদ’-এর বিতর্কিত কাঠামোয় ভিডিওগ্রাফিক জরিপের কাজ বন্ধ রাখতে হয়েছিল । বৃহস্পতিবার বারাণসীর সিভিল জজ (সিনিয়র ডিভিশন) রবি কুমার দিওয়াকর(Ravi Kumar Diwakar) নির্দেশ দিয়েছেন বিতর্কিত কাঠামোয় বেসমেন্টের ভিতরে জরিপের কাজ শুরু করতে । আগামী ১৭ এপ্রিল আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক । পাশাপাশি জ্ঞানবাপি মসজিদ পরিচালনা কমিটি কোর্ট কমিশনার অজয় কুমার মিশ্রকে অপসারণের জন্য যে আবেদন করেছিল তা খারিজ করে আরও ২ জন জরিপ কমিশনার নিয়োগ করেছে আদালত ।
এদিন বারাণসীর স্থানীয় আদালত বলেছে ভিডিওগ্রাফিক জরিপের কাজ শুরু করতে হবে । জরিপের জন্য বিতর্কিত কাঠামোয় বেসমেন্টও খুলে দিতে হবে । আগামী ১৭ মে-এর মধ্যে জরিপের কাজ সম্পূর্ণ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে । কেউ জরিপে বাধা দিতে এলে এফআইআর দায়ের করতে হবে । পাশাপাশি জরিপ কমিশনার হিসাবে আরো দুই আইনজীবীকে এদিন নিয়োগ করেছে আদালত ।
উল্লেখ্য,আগে ‘জ্ঞানবাপি মসজিদ’-এর বিতর্কিত কাঠামোর বাইরের অংশে জরিপের কাজ শেষে দলে থাকা এক ভিডিওগ্রাফার দাবি করেছিলেন কাঠামোর বাইরের দেওয়ালে স্বস্তিক,নন্দী (শিবের সাথে যুক্ত ষাঁড়) এবং পদ্ম প্রভৃতি হিন্দু সংস্কৃতির সঙ্গে সম্পর্ক যুক্ত চিহ্ন তাঁদের নজরে পড়েছে । হিন্দু পক্ষের অ্যাডভোকেট রাস্তোগি জানান,সম্পত্তিটি হিন্দু সম্পত্তি ছিল কারণ জমিটি ‘স্বয়ম্ভু’ ভগবান বিশ্বেশ্বরের এবং আওরঙ্গজেবের ওই জমি অধিগ্রহণের কোনও অধিকার ছিল না । জ্ঞানভাপি মসজিদটি কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সে অবস্থিত । হিন্দুরা বিশ্বাস করে বিশ্বেশ্বর এখনও বিতর্কিত কমপ্লেক্সের মধ্যেই আছেন ।।