দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ মে : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটি স্কুলে অভিনব চুরির ঘটনা ঘটেছে । স্কুলের আর সব ঠিকঠাক থাকলেই গায়েব হয়ে গেছে স্কুলের হাজিরার খাতাটি । স্কুলের আনাচে কানাচে, আশপাশের ঝোপঝাড়ে খুঁজেও হাজিরার খাতার সন্ধান না পেয়ে অবশেষে কাটোয়া থানার পুলিশের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ । ঘটনাটি ঘটেছে কাটোয়ার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ে । স্কুলের হাজিরার খাতা গায়েব হয়ে যাওয়ায় ওই স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে । কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকার বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষিকা ।
স্কুল সুত্রে জানা গেছে,কাটোয়ার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ে গত ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা থেকে স্কুলের হাজিরা খাতাটি পাওয়া যাচ্ছে না । অনেক খুঁজেও খাতার হদিশ না পেয়ে পয়লা এপ্রিল স্কুলে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয় । ওই বৈঠকে স্কুলের শিক্ষকদের একাংশের দাবি করেন ওইদিন স্কুলের শিক্ষিকা মন্দিরা ঘোষকে সবার আগে একটি বড় ব্যাগ নিয়ে স্কুলে আসতে দেখা যায় এবং কিছুক্ষণ পর তাঁকে ব্যাগটি নিয়ে স্কুল থেকে বের হতেও দেখ যায় । সেদিন স্কুলের চতুর্থ শ্রেনীর এক কর্মীও মন্দিরাদেবীকে ব্যাগ নিয়ে বেড়িয়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেন ওই শিক্ষকরা ৷ স্কুল পরিচালন সমিতির সভাপতি মহম্মদ সুজাউদ্দিন জানান,স্কুলের শিক্ষকের কাছে একথা শোনার পর ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে সিদ্ধান্ত হয় । সেই কারনে গত ২ মে কাটোয়া থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে ।
কিন্তু ওই শিক্ষিকা কেন স্কুলের হাজিরার খাতা চুরি করতে যাবেন? এই বিষয়ে স্কুল কমিটির সভাপতি বলেন,’ওই শিক্ষিকার প্রাপ্য সমস্ত ছুটি নেওয়া হয়ে গেছে । এরপর ছুটি নিলে সরকারি নিয়ম অনুযায়ী ওই শিক্ষিকার ‘নো ওয়ার্ক নো পে’ সিষ্টেম চালু হয়ে যাবে ৷ সম্ভবত সেই কারণেই তিনি হাজিরা খাতাটা সরিয়ে দিয়েছেন বলে আমাদের অনুমান ।’
যদিও অভিযুক্ত শিক্ষিকা মন্দিরা ঘোষ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে । আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ।’ তিনি সাফ জানিয়ে দেন হাজিরার খাতা গায়েব হয়ে যাওয়ার পিছনে তাঁর কোন হাত নেই ।’ তবে স্কুলের প্রধান শিক্ষক সামসের মুর্শিদ বলেছেন,’ওই সহশিক্ষিকার প্রতি আমাদের সন্দেহ রয়েছে । স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমাদের সন্দেহ দৃঢ় হচ্ছে ।।