এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,০৬ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশের বারাণসীর চৌবেপুর থানার দুবকিয়ান গ্রামের একটি মন্দিরে রাতের অন্ধকারে তান্ডব চালালো দুষ্কৃতীরা । জানা গেছে,সোমবার ভোর রাতের দিকে দুবকিয়ান গ্রামে খাপাদিয়া বাবা আশ্রমের দক্ষিণমুখী হনুমান মন্দিরে এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে । দুষ্কৃতীরা হনুমান মূর্তি ভেঙে ফেলেছে । উপড়ে দিয়েছে শিবলিঙ্গ,নন্দী ও মহাদেবের ত্রিশুল । সীতারাম যাদব নামে স্থানীয় এক শ্রদ্ধালু এদিন সকালে দেব দর্শনে এলে ভাঙচুরের বিষয়টি তার নজরে পড়ে । খবর পেয়ে মন্দিরে প্রচুর লোকজন মন্দিরে এসে জড়ো হয় । তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে ।
এদিকে মন্দিরে হামলায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চৌবেপুর থানার পুলিশ । পুলিশ যথাযথ বৈদিক বিধি মেনে নতুন মূর্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে । চৌবেপুর থানার ইনচার্জ রাজীব সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। মন্দিরের আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।