এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৩ মার্চ : রাজস্থানের নাগৌর জেলার রাজপুত রাজকুমারী মীরাবাঈ-এর কৃষ্ণ প্রেমের কথা সকলেরই জানা । শৈশবেই চিতোর-রাজ রানা সঙ্গার জ্যেষ্ঠপুত্র ভোজ রাজের সাথে মীরার বিয়ের হয় । তা সত্ত্ব্বেও ভগবান কৃষ্ণকেই স্বামী বলে মনে করতেন হিন্দু অতিন্দ্রীয় বাদী সংগীতশিল্পী ও সহজিয়া সাধিকা মীরাবাঈ । একবিংশ শতাব্দীতে এমনই এই ‘মীরাবাঈ’-এর সন্ধান পাওয়া গেল উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় । রঞ্জিতসিংহ সোলাঙ্কির ৩১ বর্ষীয়া কন্যা রক্ষা সোলাঙ্কি (Raksha Solanki) ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে এতটাই নিমগ্ন যে কৃষ্ণের মূর্তিকেই পতি রূপে স্বীকার করে বরমালা পরিয়েছে তিনি । রীতিমতো আনুষ্ঠানিক ভাবেই এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে তরুনীর পরিবার । এদিকে এহেন বিয়ে দেখে হতবাক প্রতিবেশীরা ।
জানা গেছে,২০২২ সালের জুলাই মাসে বৃন্দাবনে তীর্থে গিয়েছিলেন সমাজবিজ্ঞানে এমএ করা রক্ষা সোলাঙ্কি । সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখে তিনি এতটাই ভক্তি বিহ্বল হয়ে পড়েন যে তাঁর চোখ দিয়ে অবিরল বইতে থাকে অশ্রুধারা । বাড়ি ফিরে এসেও কৃষ্ণ প্রেমে বিহ্বল রক্ষা সমানে কেঁদে যাচ্ছিলেন । প্রতিজ্ঞা করে বসেন ভগবান কৃষ্ণকেই তিনি বিয়ে করবেন । এদিকে মেয়ের এই অনড় মানসিকতা দেখে তাঁর প্রস্তাবে রাজি হয়ে যান রঞ্জিতসিংহ সোলাঙ্কি ও তাঁর স্ত্রী । শনিবার রাতে আউরাইয়ার বিধুনা শহরের ভরথানা রোডের একটি বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন রঞ্জিতসিংহবাবু । কনেযাত্রীর শোভাযাত্রার পাশাপাশি বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি । কৃষ্ণ মূর্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তাঁর মেয়ে । মেয়ের বিয়েতে তিনি ভোজের আয়োজনও করেছিলেন । পণ্ডিত রুদেশ শুক্লা বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। রবিবার সকালে মোহন- বংশীধারীর মূর্তি কোলে নিয়ে গাড়িতে চড়ে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন উত্তরপ্রদেশের ‘মীরাবাঈ’ রক্ষা সোলাঙ্কি ।।