এইদিন ওয়েবডেস্ক,আমরোহা(উত্তরপ্রদেশ),১৯ মার্চ : হোলির শোভাযাত্রা বেড়িয়েছিল । স্থানীয় মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল শোভাযাত্রাটি । তখন জুমার নামাজের সময় হয়ে গিয়েছিল । নামাজ পড়তে আসা লোকজন ডিজে বন্ধ করার জন্য বলে । আর তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায় । সেই সময় আশপাশের বাড়ির ছাদ থেকে কিছু মানুষ হোলির শোভাযাত্রা লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ । ইঁটের আঘাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করা দুই যুবক আহত হয় । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা (Amroha) জেলার আমরোহা কোতোয়ালির অন্তর্গত মহল্লা চাঙ্গা দরওয়াজা (Mohalla Chhanga Darwaza) এলাকার । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ইঁটের আঘাতে আহত আদেশ ও বান্টি নামে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ । পুলিশ এই ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে । উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
জনসংখ্যার নিরিখে মহল্লা চাঙ্গা দরওয়াজা এলাকাটি একটি মিশ্র এলাকা হিসাবে পরিচিত । এখানে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির ও ধর্মশালা রয়েছে । তার একটু দূরেই রয়েছে একটি মসজিদ । সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে,শুক্রবার হোলির দিন ডিজে নিয়ে শোভাযাত্রা বের করেছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন । দুপুর সোয়া একটার দিকে শোভাযাত্রাটি মসজিদের কাছাকাছি আসতেই অশান্তি শুরু হয় । এক আহতের স্ত্রীর কথায়, ‘ডিজেতে গানটা বাজছিল – ‘আয়েঙ্গে তো যোগী হাই ।’ তখন পেছন থেকে সমস্ত মুসলিম জনতা এগিয়ে আসে । তারা (মুসলিমরা) প্রচুর পাথর ছুঁড়েছে । আমাদের বাড়িতেও পাথর চলে গেছে ।’
জানা গেছে,মসজিদের কাছাকাছি হোলির শোভাযাত্রা আসতেই জুমার নামাজ পড়তে আসা নামাজিরা ডিজে বন্ধ করতে বলেন । হোলি খেলার লোকজন ডিজে থামাতে অস্বীকৃতি জানালে দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেধে যায় । তারপর এক পক্ষ ছাদে উঠে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । ইঁট লেগে আহত হয়েছেন হোলি খেলতে থাকা দুই যুবক ।
গোবিন্দ করওয়াসরা (Govind Karwasra) নামে এক ব্যক্তি ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন । ভিডিওতে দেখা যায়,রাস্তায় প্রচুর রঙ মাখা লোকজন রয়েছেন । তখন পাশের বাড়ির ছাদে জড়ো হয়েছে বেশ কিছু লোকজন । আর একটি ভিডিওতে জনৈক এক যুবককে ছাদ থেকে ইঁট বা পাথর ছুড়তে দেখা যাচ্ছে । পাশাপাশি কিছু মানুষকে রাস্তায় থেকেও ইঁট পাটকেল ছুড়তে দেখা যায় । পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওর সুত্র ধরে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।
ছবি : ফেসবুকে পোস্ট করা ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।