এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,২৮ অক্টোবর : গত ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্থানের ম্যাচে শোচনীয়ভাবে হেরে যায় ভারত । ম্যাচের শেষে পাকিস্তানের জয় উদযাপন করতে দেখা গেছে এদেশের কিছু কিছু জায়গায় । ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে কেউ কেউ মুখও খুলেছেন । গৌতম গম্ভীর ও বিরেন্দ্র সেওয়াগের মত ক্রিকেটারেরা পাকিস্থানের জয় উদযাপনকারীদের বিরুদ্ধে প্রতিক্রিয়াও জানিয়েছিলেন । এবার পাকিস্থানের জয় উদযাপনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশের পুলিশ । এই ঘটনায় এযাবৎ ইউপি পুলিশ রাজ্যের ৫ জেলা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করেছে ও আরও ৪ জনকে আটক করেছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ জানিয়ে দিয়েছেন, ‘ওই ম্যাচে যারা পাকিস্তানের জয় উদযাপন করেছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হবে ।
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্থানের ম্যাচে ভারতের পরাজয়ের পর উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে বাজি ফাটিয়ে ও স্লোগান দিয়ে পাকিস্তানের বিজয় উদযাপন করেছিল কিছু মানুষ । তার জেরে বরেলি, বাদাউন, সীতাপুর এবং আগ্রায় কয়েকটি মামলা রজু করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মধ্যে বাদাউনের বাসিন্দা এক ব্যক্তি রয়েছে যে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাকিস্থানের জাতীয় পতাকাসহ পাকিস্তানের জয়ের সমর্থনে পোস্ট করে উৎসাহ প্রকাশ করেছিল বলে অভিযোগ ।
ধৃতদের মধ্যে দু’জন বরেলি এলাকা থেকে রয়েছে । তাদের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্থানের জয়ের সমর্থনে তারা এক ব্যক্তিকে হোয়াটস অ্যাপে মেসেজ লিখে গালিগালাজ করেছিল । পাশাপাশি সীতাপুর ও বরেলির ইজ্জতনগর ও আগ্রার জগদীশপুর থানা এলাকার তিন যুবক পাকিস্তানের সমর্থনে হোয়াটসঅ্যাপে পোস্ট করে আনন্দ প্রকাশ করা ও ভারতীয় দলের কুমন্তব্য করায় তাদের গ্রেফতার করেছে পুলিশ ।।