এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,১৩ জানুয়ারী : স্বামী প্রসাদ মৌর্যের সাথে বিজেপি ত্যাগের যে প্রবনতা শুরু হয়েছিল তা বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত রয়েছে । এবার দল ছেড়েছেন আয়ুষমন্ত্রী ডঃ ধরম সিং সাইনি । সাহারানপুরের নাকুদ আসনের বিজেপি বিধায়ক ধরম সিং সাইনি সরকারি বাসভবন ও নিরাপত্তা ছেড়েছেন। স্বামী প্রসাদ মৌর্য ও দারা সিং চৌহানের মতো মন্ত্রী পদও ছেড়েছেন । সুত্রের খবর, তিনি এসপিতে যোগ দিতে চলেছেন । এদিন তিনি লক্ষ্ণৌতে গিয়ে এসপি সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখাও করে এসেছেন । এছাড়া বিধুনার বিজেপি বিধায়ক বিনয় শাক্যও পদত্যাগ করেছেন ।৪৮ ঘণ্টার মধ্যে এনিয়ে অষ্টম বিধায়ক দলত্যাগ করলেন । বিনয় শাক্যর পাশাপাশি আজ সকালে শিকোহাবাদের বিধায়ক মুকেশ ভার্মার ইস্তফার গুঞ্জন উঠেছে ।
যোগী মন্ত্রিসভা থেকে শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগ এবং এসপিতে যোগ দেওয়ার পর থেকে মনে করা হয়েছিল যে স্বামী প্রসাদ মৌর্যের সাথে ধরম সিং সাইনিও এসপিতে যোগ দেবেন । সাহারানপুরের নাকুর বিধানসভা আসন থেকে চারবারের বিধায়ক ডঃ সাইনি গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইমরান মাসুদকে পরাজিত করেছিলেন । ইমরান মাসুদও গত মঙ্গলবার এসপিতে যোগ দিয়েছেন । ধরম সিং সাইনি নাকুর বিধানসভা আসন থেকেই এসপির টিকিটে লড়তে পারেন বলে জানা গেছে ।
ওবিসি প্রবীণ নেতা স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পরে তাঁর অনুগামী বিধায়ক ও নেতারাও বিজেপি ছেড়ে এসপিতে যোগ দিচ্ছেন । স্বামীর পর যোগী মন্ত্রিসভার আরেক মন্ত্রী দারা সিং চৌহান বৃহস্পতিবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন । এরপর অখিলেশ যাদবের সঙ্গে তার ছবিও সামনে আসে ।
প্রসঙ্গত,স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহান এবং ধরম সিং সাইনি বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা ছিলেন । ২০১৭ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই নেতারা বিএসপি ছেড়ে বিজেপিতে যোগ দেন । তিনজনকেই যোগী মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে । কিন্তু এখন নির্বাচনের ঠিক আগে পিছিয়ে পড়া শ্রেণী,দলিত, বেকার, যুব ও মাঝারি-ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি সরকারের উপেক্ষার অভিযোগ তুলে তাঁরা একে একে দলত্যাগ করছেন । তবে স্বামীকে সমর্থনকারী নেতারা এখন এসপি-র দিকে ঝুঁকছেন । এই নেতারা ওবিসি ভোটারদের এসপি মুখী করতে পারলে ভোট বৈতরণী উতরে যাওয়া অনেকাংশে সম্ভব হবে বলে আশায় বুক বাঁধছেন এসপি সুপ্রীমো অখিলেশ যাদব ।।