এইদিন ওয়েবডেস্ক,গোন্ডা(উত্তরপ্রদেশ),১২ ডিসেম্বর : বর্তমান আধুনিক যুগেও সেকেলে মানসিকতা কাটিয়ে উঠতে পারেনি ভারতের কিছু রাজ্যের এক বিশেষ সম্প্রদায়ের মানুষ । দলিত সম্প্রদায়ের মানুষদের সংস্পর্শ এড়িয়ে যাওয়া, তাঁদের মন্দিরে ঢুকতে না দেওয়ার ঘটনা আকছার শোনা যায় । এবারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাবারের প্লেট স্পর্শ করায় এক দলিত যুবককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল । ঘটনাস্থল উত্তরপ্রদেশের ওয়াজিরগঞ্জ (Wazirganj)-এর নওবস্তা (Naubasta) গ্রাম ।
নওবস্তা(Naubasta) গ্রামের বাসিন্দা রেনু নামে এক যুবক পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,একই গ্রামের বাসিন্দা সন্দীপ পান্ড নামে এক যুবকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল । সেখানে নিমন্ত্রিত ছিল তাঁর ছোট ভাই লাল্লা (১৮) । লাল্লা নিজের জন্য একটি প্লেট নেওয়ার সাথে সাথে সন্দীপ এবং তার ভাইরা মিলে তাকে গালিগালাজ ও মারধর করে । লল্লার বড় ভাই সত্যপাল তাকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করা হয়। পাশাপাশি তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয় ।
গোন্ডা এএএসপি শিবরাজ বলেছেন,অভিযুক্ত সন্দীপ পান্ডে, অমরেশ পান্ডে, শ্রাবণ পান্ডে, সৌরভ পান্ডে, অজিত পান্ডে, বিমল পান্ডে এবং অশোক পান্ডের বিরুদ্ধে মারধর,ভীতি প্রদর্শন এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । ঘটনার তদন্ত করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা হবে বলে তিনি জানিয়েছেন ।।
প্রতীকী ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।