এইদিন ওয়েবডেস্ক,সুলতানপুর(ইউপি),২১ আগস্ট : উত্তর প্রদেশের সুলতানপুর আদালত মঙ্গলবার আম আদমি পার্টির (আপ)সাংসদ সঞ্জয় সিংকে দুই দশকের পুরনো একটি মামলার বিচারের জন্য হাজির না করার জন্য গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। আদালত পুলিশকে আগামী ২৮ শে আগস্ট এএপি নেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করার নির্দেশ দিয়েছে।
গত ১৩ আগস্ট সঞ্জয় সিং, এসপি নেতা অনুপ সান্দা এবং অন্য চারজনের বিরুদ্ধে একটি অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল এবং মঙ্গলবার শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু আসামিরা আদালতে হাজির হননি। তাই, আদালত পুলিশকে সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে ২৮ আগস্টের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে বলে আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন। ছয় অভিযুক্তের পক্ষে উপস্থিত ছিলেন মদন সিং, এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে সিং এবং সান্দার জন্য জামিনের আবেদন করেছিলেন এবং ২২ আগস্ট শুনানির জন্য নির্ধারিত হয়েছিল।
প্রসঙ্গত,দুর্বল বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে প্রাক্তন এসপি বিধায়ক অনুপ সান্দার নেতৃত্বে ২০০১ সালের ১৯ জুন, সুলতানপুর শহরের সবজি মান্ডি এলাকার কাছে ফ্লাইওভারের কাছে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল । সঞ্জয় সিং, প্রাক্তন কাউন্সিলর কমল শ্রীবাস্তব, বিজয় কুমার, সন্তোষ, সুভাষ চৌধুরী এই বিক্ষোভে অংশ নেন । তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে রাস্তা অবরোধ করে মানুষকে সমস্যায় মধ্যে ফেলার অভিযোগ উঠেছিল ।।