এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৬ মার্চ : অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন সিনেটে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে । মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে মার্কিন সেনেট বলেছে,ভারতের অরুণাচল সীমান্তে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে চীন। বারবার সেনা পাঠিয়ে, সামরিক অবকাঠামো তৈরি করে শান্তিভঙ্গের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা । চীনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করে মার্কিন সিনেট জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দিয়ে, অরুণাচলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে আমেরিকা । একই সঙ্গে ইন্দো প্যাসিফিক এলাকায় চীন চরম আগ্রাসনের নীতি নিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সিনেট । পাশাপাশি মার্কিন সিনেট সাফ জানিয়েছে যে চীনের এই প্রকার আগ্রাসন রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধুদের পাশে আছে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবে। অরুণাচল ও লাদাখ সীমান্তে চীনের লাগাতার আগ্রাসনের মাঝে মার্কিন সিনেটের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদ জিইয়ে রেখে দিয়েছে চীন । ভারতের সঙ্গেও তারা একই কাজ করে যাচ্ছে । চীন অরুণাচলকে নিজেদের অংশ বলে মনে করে । ভারতের সঙ্গে তিব্বতের চুক্তিও মানতে চায় না তারা । এমনকি আন্তর্জাতিক ম্যাকমোহন লাইনও মানেনা বেইজিং । চীনা সেনার ভারতের সীমানায় ঢুকে পড়ার ঘটনা আকছার ঘটে থাকে । প্রায়ই দু’দেশের সেনার মধ্যে এনিয়ে সংঘর্ষ হয় । ফলে চীন সীমান্তবর্তী এলাকাগুলিতে সব সময় টানটান উত্তেজনা থাকে । ২০২০ সালে চীনের সাথে ভারতীয় সেনার সংঘাতের পর উত্তেজনা আরও বেড়ে গেছে ।।