এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১২ মার্চ : রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্ব । তবে পাল্লা ভাড়ি রাশিয়ার বিরুদ্ধেই । যুদ্ধের ১৬ দিন অতিক্রান্ত হলেও থামার কোনও লক্ষ্মণই নেই । যদিও দু’দেশের মধ্যে ম্যারাথন আলোচনা চলছে । কিন্তু বেরিয়ে আসছে না কোনও সমাধানসূত্র । সাধারণ মানুষের মনে আশঙ্কা,তাহলে কি বিশ্ববাসী তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে চলেছে ? এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন । তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,’মার্কিন ও ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে । এই ধরনের ঘটনা রোধ করা জরুরি ।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জৈবিক অস্ত্র ও রাসায়নিক অস্ত্র তৈরি করছেন বলে অভিযোগ তুলে বাইডেন বলেছেন, ‘এসব করে তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দেবে না ।’ তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,মার্কিন ও ন্যাটো সৈন্যদের ইউক্রেনে পাঠানো হবে না । কারন তা করলে সরাসরি রাশিয়ার বিরুদ্ধাচরণ হবে । ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার সৃষ্টি হবে । আর আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চায় বলে জানিয়েছেন বাইডেন ।
তবে রাশিয়ার বিরুদ্ধে আরো বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা । তার মধ্যে অন্যতম আমেরিকা-রাশিয়ার স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা । এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমি দেশের জোট ইউক্রেনকে লাখ লাখ ডলার মূল্যের অস্ত্র ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ জারি রেখেছে ।।