এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ সেপ্টেম্বর : গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গাজায় শান্তি চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করে তিনি এই মন্তব্য করেছেন । গাজার সরকার পরিচালনায় তাকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সাহায্য করবেন বলেও তিনি জানান । ট্রাম্প আরও জানিয়েছেন,তার ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । আর প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাস।
হোয়াইট হাউসে পৌঁছানোর পর গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে যৌথ সাংবাদিক সম্মেলন করেন দুই নেতা। এসময়, গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি। আর হামাসের সঙ্গে আলোচনা করবে আরব ও মুসলিম দেশগুলো। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক পনবন্দিদের মুক্তি চেয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ এবং বন্দী ফিলিস্তিনিদের ছাড়তে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা ছাড়ার আশ্বাস রয়েছে পরিকল্পনায়। ট্রাম্প বলেন, ‘এই পরিকল্পনা সব পনবন্দিদের মুক্ত করার পাশাপাশি হামাসকে নিরস্ত্র ও তাদের নেটওয়ার্কগুলোকে ধ্বংস করবে। গাজার শাসনব্যবস্থায় হামাসের কোন ভূমিকা থাকবে না।’
হামাসকে সাধারণ ক্ষমা এবং নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেওয়া হবে। তবে শান্তি পরিকল্পনায় রাজি না হলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে সমর্থন দেবে আমেরিকা। গাজা পুনর্গঠন, নতুন সরকার গঠন, ফিলিস্তিনিদের পুনর্বাসন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনাও জানান।।