এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৭ এপ্রিল : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিন এবং কাতারিনা টিখোনোভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা । বুধবার হোয়াইট হাউসের তরফ থেকে এই ঘোষণা করা হয় । রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য এবং প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে ।
কিন্তু কেন নিশানা করা হচ্ছে পুতিনের কন্যাদের ? এই বিষয়ে বাইডেন প্রশাসনের একজন বরিষ্ঠ আধিকারিক বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুতিনের কিছু সম্পদ তার কন্যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় । আমরা বিশ্বাস করি যে পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের কাছে লুকানো আছে এবং সে কারণেই আমরা তাঁদের টার্গেট করছি ।’
এছাড়াও মস্কোর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞারও ঘোষণা করেছে বাইডেন প্রশাসন । রাশিয়ার বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান সাবোর ব্যাংক এবং সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক আলফার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
এদিন বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি ‘গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান রাশিয়ান রাষ্ট্র মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের’ তালিকা ঘোষণা করেছে আমেরিকা । এই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলির সঙ্গে মার্কিন নাগরিকদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে ।
মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো বলেছেন: “আমরা সমস্ত সম্পদ এবং জেট দেখছি । অবৈধ অর্থ থেকে অর্জিত স্থাবর সম্পত্তির ওপরও নজর রাখছি। প্রতিটি বিটকয়েন ওয়ালেট এবং অন্যান্য অপরাধও পর্যবেক্ষণ করা হচ্ছে।’।