এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৯ অক্টোবর : ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির (Salman Rushdie) মৃত্যু পরোয়ানার সঙ্গে যুক্ত থাকায় ইরানের ফাউন্ডেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা । উল্লেখ্য,১৯৮৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় রুশদির চতুর্থ উপন্যাস “দ্য স্যাটনিক ভার্সেস” (The Satanic Verses) । উপন্যাসটি ইসলামের নবী মুহাম্মদের জীবন থেকে অনুপ্রাণিত । বইটিতে নবীর নিন্দা করা হয়েছে এই অভিযোগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত আয়াতুল্লাহ খোমেনি ১৯৮৯ সালে রুশদির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে । রুশদির হত্যাকারীকে তিনি লাখ লাখ ডলারের পুরস্কারও ঘোষণা করেছিলেন । এই ঘোষণার পর দীর্ঘ প্রায় এক দশক আত্মগোপনে থাকতে হয় রুশদিকে । খোমেনির মৃত্যুর পর তিনি প্রকাশ্যে বের হতে শুরু করেন । কিন্তু চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মঞ্চে বক্তৃতা দিতে যাওয়ার সময় এক জিহাদির ছুরিকাঘাতে গুরুতর আহত হন রুশদি । এই হামলার ফলে একচোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি এবং একটি হাত অকেজো হয়ে গেছে ।
এই হামলার পিছনেও রুশদির বিরুদ্ধে জারি করা মৃত্যু পরোয়ানার প্রভাব রয়েছে বলে জানতে পেরেছে মার্কিন তদন্তকারী সংস্থাগুলি । আর তারপরেই প্রকাশ্যে আসে রুশদির সেই মৃত্যু পরোয়ানায় অন্যতম ইন্ধনকারী ইরানের ফিফটিন খোরদাদ ফাউন্ডেশনের নাম । শুক্রবার (২৮ অক্টোবর ২০২২) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে,ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে এই ফাউন্ডেশনের সরাসরি যোগসূত্র ছিল । ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আদেশে রুশদির মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে ফিফটিন খোরদাদ ফাউন্ডেশন এই জঘন্য কাজটি করতে ইচ্ছুক ব্যক্তিদের লাখ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । এমনকি তারা রুশদির মাথার দাম আরও কয়েক দফা বাড়িয়েছে । সেই কারনে ওই সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হল ।’ এদিকে এই নিষেধাজ্ঞার ফলে ফিফটিন খোরদাদ ফাউন্ডেশনের যদি যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকে তা বাজেয়াপ্ত করা হবে। এছাড়া মার্কিন কোনো নাগরিক এ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না ।।