এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৯ ডিসেম্বর : মানবধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আগামী বছর বেজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস কুটনৈতিক বয়কট করার কথা ঘোষণার পর চীনের বিরুদ্ধে ফের কড়া সিদ্ধান্ত নিল আমেরিকা । চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর এবং অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলির উপর চাপ সৃষ্টিকারী শ্রম আইনগুলি বন্ধ করার জন্য বুধবার আইন পাস করেছে ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ । ৪২৮-১ ভোটে পাশ হল “উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট” । এখন বিলটি সিনেটে পাঠানো হবে । এই বিল পাস হলে জিনজিয়াং থেকে উৎপাদিত পণ্য আমেরিকায় নিষিদ্ধ হতে পারে ।
উল্লেখ্য,চীনের শি জিংপিং সরকার জিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের জন্য বন্দী শিবির স্থাপন করেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে । সেখানে মানবধিকার লঙ্ঘনের পাশাপাশি চীন কার্যত গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা । যদিও আমেরিকার এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে বেইজিং । তবে চীনের এই দাবিকে বিশেষ আমল না দিয়ে এবার উইঘুরসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর মানবধিকার লঙ্ঘনের ঘটনা রুখতে সরাসরি আইন প্রনয়নের পথে হাঁটলো বাইডেন প্রশাসন ।।