এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,৩০ আগস্ট : খামখেয়ালি শুল্ক নীতি নিয়ে নিজের দেশেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার জারি করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ও আইনের পরিপন্থী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। বিশ্লেষকদের মতে, এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিতে বড় ধাক্কা দিতে পারে। এই রায় শুধু বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্প আরোপিত শুল্ক নয়, বরং ভারত, চীন, মেক্সিকো ও কানাডার মতো দেশগুলোর ওপর আরোপিত অন্যান্য শুল্কের বৈধতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। জানা গেছে,৭-৪ ভোটে দেওয়া রায়ে ইউএস ফেডারেল সার্কিট কোর্ট জানায়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA)-এর অধীনে ট্রাম্প যেসব শুল্ক আরোপ করেছেন, সেগুলো অনুমোদিত নয়। এগুলো আইনের পরিপন্থী এবং অবৈধ। রায়ের কার্যকারিতা ১৪ অক্টোবরের আগে শুরু হবে না, যাতে ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবে ।
শুক্রবার আমেরিকার ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। শুনানির সময় আদালত জানিয়েছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তই বেআইনি। এভাবে শুল্ক আরোপ করে দেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এত দেশের উপর এত রকমের শুল্ক আরোপ করেছেন। কিন্তু তা করতে গিয়ে তিনি নিজের কর্তৃত্বের সীমা অতিক্রম করে গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে সময় দিয়েছে আদালত। আপাতত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে। এরপর এনিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।।