এইদিন ওয়েবডেস্ক,হিমাচল প্রদেশ,২৭ মার্চ : মার্কিন বংশভূত মঙ্গোলিয়ান কিশোরকে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা ঘোষণা করলেন দলাই লামা । ১৯৫৯ সাল থেকে ভারতে রয়েছেন ৮৭ বর্ষীয় দলাই লামা । হিমাচল প্রদেশের একটি ধর্মশালায় নির্বাসিত জীবনযাপন করছেন তিনি । গত ৮ মার্চ ওই ধর্মশালাতে ৮ বছর বয়সী ওই কিশোরকে ১০ তম খালখা জেটসুন ধাম্পা রিনপোচে (Khalkha Jetsun Dhampa Rinpoche) হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি । অনুষ্ঠানে ৬০০ মঙ্গোলিয়ান উপস্থিত ছিলেন । বিষয়টি এতদিন গোপন রাখা হয় । আজ সোমবার তা প্রকাশ্যে আনা হয়েছে ।
মঙ্গোলিয়ান মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ওই কিশোর আগুইদাই এবং আচিলতাই আলতান্নার (Aguidai and Achiltai Altannar) নামে যমজ ভাইদের মধ্যে অন্যতম । তাদের বাবা আলতান্নার চিনচুলুউন (Altannar Chinchuluun) বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক । মা মনখনাসান নরমন্দাখের (Monkhnasan Narmandakh) জাতীয় সম্পদ সংস্থার আধিকারিক । কিশোরের ঠাকুমা গরমজাভ সেডেন (Garamjav Tseden) একজন প্রাক্তন সংসদ সদস্য । দলাই লামা ২০১৬ সালে মঙ্গোলিয়া সফর করেছিলেন। এই সময় তিনি ঘোষণা করেছিলেন যে জেটসন ধাম্পার একটি নতুন অবতারের জন্ম হয়েছে, যার অনুসন্ধান চলছে । সম্ভবত তখনই তিব্বতীয় বৌদ্ধ ধর্মের পরবর্তী আধ্যাত্মিক নেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন দলাই লামা । এদিকে দলাই লামার ওই সফরের পর চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল ।
এদিকে মঙ্গোলিয়ার এক কিশোরকে বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতার পুনর্জন্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপে চরম ক্ষুব্ধ চীন । কারন চীন সরকার দাবি করেছিল যে একমাত্র সরকার-অনুমোদিত নিয়োগকারীরাই বৌদ্ধদের নেতাদের স্বীকৃতি দেওয়ার অধিকারী । এখন ওই কিশোর চীনের কোপে পড়ে গেছে । ফলে তার নিরাপত্তা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে । এদিকে মঙ্গোলিয়াকে হুমকিও দিয়েছে চীন ।।