এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ নভেম্বর : নিজের সম্প্রদায়ের এক যুবকের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু তরুনীর পরিবার প্রথম দিকে এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চায়নি । অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তারা বিয়েতে রাজি হয়৷ বিয়ের দিনক্ষণও ঠিল হয়ে গিয়েছিল । কিন্তু বিয়ের প্রস্তুতির মাঝেই এক মুসলিম যুবকের হাত ধরে পালিয়ে গেল বাংলাদেশের জামালপুর জেলার বক্সীগঞ্জের উর্মি সাহা নামে ১৯ বছরের এক তরুনী । তরুনীর বাবা উত্তম কুমার সাহা(৬০) বক্সীগঞ্জ থানার অন্তর্গত ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানায় এনিয়ে একটি সাধারণ ডাইরি করেছেন । যদিও গত ১৮ নভেম্বর ওই তরুনী নিখোঁজ হয়ে যাওয়ার পর তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ । তবে অসমর্থিত সূত্রের খবর তরুনী ঢাকার উত্তরায় মুসলিম প্রেমিকের বাড়িতে আছে । তবে তার ধর্মান্তরিত ও নিকাহ করার খবর এখনো প্রকাশ্যে আসেনি ।
জানা গেছে,বক্সীগঞ্জ ইউনিয়নের বক্সিগঞ্জ বাজারের বাসিন্দা উত্তম কুমার সাহা ও মনি সাহার একমাত্র সন্তান উর্মি সাহা৷ উত্তমবাবু স্থানীয় একটি পেট্রোল পাম্পের ম্যানেজারের কাজ করেন । মনিদেবী গৃহবধূ । উর্মি সাহা ময়মনসিংহ আনন্দমোহন কলেজের প্রানীবিদ্যা বিভাগে অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী । গুলকিবাড়ি জামে মসজিদ এলাকার লেডিজ হোস্টেলে (আতিক ছাত্রী নিবাস) থেকে পড়াশোনা করত । উত্তম কুমার সাহার বয়ান অনুযায়ী, গত ১৮ নভেম্বর দুপুর ২:৫০ নাগাদ তার মেয়ে কাউকে কিছু না জানিয়ে হোস্টেল থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেছে । তারপর সে আর হোস্টেলে ফিরে আসেনি ।
জানা গেছে,এর আগে এক হিন্দু যুবকের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল উর্মি সাহার । তাদের দুই পরিবারের সম্মতিতে আগামী ২৬ নভেম্বর তাদের বিয়ের দিন ঠিক হয়েছিল । প্রথমে পরিবার রাজি না হওয়ায় পরে মেয়েটির জবরদস্তিতে তাদের পরিবার রাজি হয়। মেয়েটিও বিয়েতে রাজি ছিল এবং সে তাঁর বিয়ের সব কেনাকাটা নিজের জমানো টাকা দিয়ে নিজের হাতেই করেছে ৷ নিজেই ফোটোগ্রাফার ভাড়া, হলুদ সন্ধ্যার আয়োজন,বিয়ের খরচ খরচার হিসাব প্রভৃতি সব আয়োজন করেছে । অনুমান করা হচ্ছে যে কলেজের কোনো মুসলিম ছাত্রের সঙ্গে সে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছিল এবং তার ইমোশনাল ব্লাকমেলিংয়ের জেরেই ওই তরুনী গোপনে পালিয়েছে ।
এদিকে খবর পাওয়া যাচ্ছে যে মেয়েটির মোবাইল ফোনের অবস্থান ঢাকার উত্তরার কোন এক জায়গা দেখাচ্ছে । কিন্তু স্থানীয়রা তার অবস্থান খুঁজে পেলেও পুলিশ কেন পেলো না এনিয়ে প্রশ্ন উঠছে৷ ময়মনসিংহ থানার জিডি কপি উওরা থানায় নিয়ে যাওয়া হলেও এখনো উদ্ধারের ব্যাপারে কোন আগ্রহ নেই পুলিশের ৷ এদিকে তরুনী আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার পর এখন বেশ কিছু প্রশ্ন উঠছে । প্রথমতঃ, যদি সে স্বেচ্ছায় পালিয়ে যায় তাহলে কেনইবা নিজের বিয়ের আয়োজন করল এবং এত ঘটা করে নিজেই সবাইকে নিমন্ত্রণ করল ? তাঁর কাছে তো এমনিতেই অনেক সময় সুযোগ ছিল পালিয়ে যাওয়ার, বিয়ের ব্যাপারটা জানাজানি করার পর কেন সে পালালো ? এদিকে দুই পরিবারে সব আয়োজন শেষ। সে নিজেই কার্ড ছাপিয়ে নিজেই বিতরণ করেছে। দুই পরিবারের সাথে তাকে অনেক হাসিখুশি দেখাত, সবাইকে তাঁর পরিকল্পনা শেয়ার করত। কিন্তু আচমকা ভিন ধর্মের যুবকের সঙ্গে পালানোয় রহস্য দানা বাঁধছে৷।
তরুনী পরিবারের একটিমাত্র সন্তান! এখনো পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি ! সে ঠিক কি অবস্থায় আছে, এনিয়ে ধোঁয়াশায় পরিবার । মেয়েকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশের কাছে কাতর আবেদন জানিয়েছেন তরুনীর বাবা উত্তম কুমার সাহা ৷।
Author : Eidin.

