এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩১ ডিসেম্বর : বলিউডের অভিনেত্রী উরফি জাভেদ(Urfi Javed) তাঁর সাহসী পোশাক এবং স্পষ্টভাষী বক্তব্যের কারনে সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন । ফের একবার তাঁকে পরিচিত মেজাজে দেখা গেলো । তাঁর ‘ছোট পোশাক’ নিয়ে ইসলামের দোহাই দিয়ে মন্তব্যকারী ব্যক্তিদের সম্প্রতি কড়া ভাষায় জবাব দিয়েছেন উরফি । নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে মুসলিম চরমপন্থীদের নিশানা করে উরফি বলেছেন, ‘যে সমস্ত উগ্রপন্থীরা আমার ছবিতে মন্তব্য করে আমাকে ইসলামের নামে কলঙ্ক বলে । আমার বিরুদ্ধে ফতোয়া জারি করার কথা লেখে । আমার পোশাক নিয়ে মন্তব্য করে । তাঁদের বলি, মেয়েরা ছোট পোশাক পরতে পারবে কিনা তা নিয়ে কোরানে এমন কিছু লেখা নেই ।’
তিনি বলেন, ‘কোরানের কোথাও নারীদের জোর করে ঢেকে রাখার কথা লেখা নেই । হ্যাঁ, এটা অবশ্যই লেখা আছে যে নারীদের পর্দানশীন থাকা উচিত । কিন্তু এটা উল্লেখ নেই যে, নারীরা যদি পর্দা করতে না চায় তাহলে তোমরা তার উপর জোর খাটাও । তাঁকে গালাগালি করো । তোমারা কটূক্তি করে তাকে এতটাই বিব্রত কর যাতে সে নিজেই পর্দায় চলে যায় ।’ সেই সঙ্গে তিনি ধর্মের দোহাই দেওয়া ব্যক্তিদের নতুন করে কোরান পড়ার পরামর্শ দিয়ে তাঁদের বিয়ের আগে কোনও নারীর দিকে কু’দৃষ্টিতে না দেখার পরামর্শ দিয়েছেন ৷
উরফি বলেন, ‘যারা ইন্সটাতে এসে মেয়েদের ছবি দেখে যারা আজেবাজে মন্তব্য করছেন, তাদের বলি এটা ইসলামে হারাম । আপনি এই সব করতে পারেন না । বিশেষ করে যখন একজন মহিলা পোশাক পড়ে নেই ।’প্রসঙ্গত, জনপ্রিয় শো ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-এর মাধ্যমে অভিনয় জগতে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে নিয়েছেন অভিনেত্রী উরফি জাভেদ ।।