এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ অক্টোবর : লখনউয়ের বকশি তালাব (বিকেটি) এলাকা থেকে ৩ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) সদস্য মোহাম্মদ ফাইজান, মোহাম্মদ রেহান ও মোহাম্মদ সুফিয়ানকে গ্রেফতার করে বহু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে ইউপি পুলিশ । ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে নীল থলিতে লুকিয়ে রাখা একটি বই ৷ আর বইতে লেখা আছে পিএফআই -এর বিভিন্ন গোপন ষড়যন্ত্রের বিবরণ । জানা গেছে, বইটির প্রথম পৃষ্ঠায় লেখা আছে ২০৪৭ সালের মধ্যে ভারতকে মুসলিম রাষ্ট্র করার ষড়যন্ত্রের কথা । দ্বিতীয় পৃষ্ঠায় চারপাশে সহজলভ্য উপকরণ থেকে কিভাবে আইইডি বোমা তৈরির করা যায় তার বিবরণ দেওয়া আছে । চতুর্থ ও পঞ্চম পৃষ্ঠায় রয়েছে বিস্ফোরক তৈরির ফর্মুলা ।পুলিশ সন্দেহ,দশেরা এবং দীপাবলিতে বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিল ধৃতরা । তারা টার্গেট করছিল মূলত বিভিন্ন ধর্মীয় স্থান এবং হিন্দু জনবহুল এলাকাগুলি ।
সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে,২২ সেপ্টেম্বর কেরালা থেকে গ্রেপ্তার হওয়া পিএফআই সদস্য মহম্মদ বশীরের বাড়িতে অভিযান চলিয়ে তাঁর কাছ থেকে সংঘ নেতাদের একটি তালিকা পেয়েছে এনআইএ । যারা পিএফআই-এর হিটলিস্টে ছিল । পরে এনআইএ এবং আইবির রিপোর্টের ভিত্তিতে, স্বরাষ্ট্র মন্ত্রক কেরালার ওই পাঁচ আরএসএস নেতাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে । কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে দেশ ভর অভিযান চালিয়ে এযাবৎ ৩৫০ জনের বেশি সদস্যকে গ্রেফতার করেছে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । আর ধৃতদের জেরা করতেই বেড়িয়ে আসছে পিএফআই-এর এই ধরনের ভয়ংকর সব গোপন পরিকল্পনার কথা ।।