এইদিন ওয়েবডেস্ক,সাহিবাদ,১৮ মে : গত ৩ শালিমার গার্ডেন থানা এলাকায় টাটা স্টিল কোম্পানির ইন্ডিয়া বিজনেস হেড বিনয় ত্যাগীকে ডাকাতির পর খুনের অভিযোগে ওয়ান্টেড দুষ্কৃতী আমিরকে এনকাউন্টারে পাকড়াও করল উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার কৌশাম্বি থানার পুলিশ । শুক্রবার রাতে কৌশাম্বি থানা এলাকার বৈশালীতে পুলিশ ওই দুষ্কৃতীর পায়ে গুলি করে তাকে পাকড়াও করে । তার কাছ থেকে চুরি হওয়া বাইক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিনয় ত্যাগীকে ডাকাতির পর খুনের অভিযোগে আমিরকে ওয়ান্টেড করা হয়েছিল এবং তার উপর ৫০ হাজার টাকা পুরষ্কারও ঘোষণা করা হয় ।
পুলিশের ডেপুটি কমিশনার ট্রান্স হিন্দন নিমিশ পাটিল বলেছেন যে পুলিশের দল বৈশালীতে দুই-পাঁচ কালভার্টের কাছে রুটিন চেক করছিল। এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেল চড়ে যেতে দেখা যায় । পুলিশ তাকে থামতে বলে । কিন্তু সে এলিভেটেড রোডের নিচে বাইক ঘুরিয়ে পালাতে শুরু করে। কিছু দূরে তার বাইকটি পিছলে যায়। পুলিশকে আসতে দেখে সে গুলি চালায়। পাল্টা গুলি চালালে তার ডান পায়ে গুলি লাগে। রক্তক্ষরণে পড়ে যায় ওই দুষ্কৃতী । পুলিশ তাকে আটক করে। পরে তাকে দিল্লির সিলামপুরের বাসিন্দা আমির বলে শনাক্ত করা হয় ।
তিনি আরও জানান,জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে তার ৩ সহযোগীর সাথে ৩ মে ডাকাতির সময় বিনয় ত্যাগীকে হত্যা করেছে। এনকাউন্টারে তার এক সঙ্গী নিহত হয়। দুজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পলাতক আমিরের উপর ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল বলে তিনি জানান ।।