এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৩ জুলাই : ওসামা বিন লাদেনের মতো কুখ্যত সন্ত্রাসীদের দ্বারা অনুপ্রাণিত হিজবুল এবং আনসার গাজওয়াতুল হিন্দের সাথে যুক্ত দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) । দুই সন্ত্রাসীর মধ্যে একজন চালক ও অন্যজন নিরাপত্তা রক্ষী বলে জানা গেছে । ইউপি পুলিশ টুইট করেছে, ‘২ সন্ত্রাসী – সাদ্দাম শেখ এবং রিজওয়ান খান, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত এবং যারা ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসীদের দ্বারা প্রভাবিত হয়ে নিজেরাই মুজাহিদ হতে চেয়েছিল, তাদের ইউএপিটিএস(UPATS) দ্বারা গ্রেফতার করা হয়েছে ।’ পুলিশ আরও জানিয়েছে যে সাদ্দাম শেখ, সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদী সংগঠনের সমর্থনে উগ্রবাদী পোস্ট করত । হিজবুল সন্ত্রাসী বুরহান বানি এবং ওসামা বিন লাদেনের মত সন্ত্রাসীদের দ্বারা প্রভাবিত হয়ে মুজাহিদ হওয়ার ইচ্ছা ছিল তার । আইএমও অ্যাপের মাধ্যমে পাকিস্তানি ও কাশ্মিরি সন্ত্রাসবাদীদের সঙ্গে সে যোগাযোগ রেখে চলত ।
অন্যদিকে রিজওয়ান খান সম্পর্কে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদী প্রচার চালিয়ে তরুন সম্প্রদায়কে সন্ত্রাসবাদে অনুপ্রাণিত করার চেষ্টা করছিল । নিজে সন্ত্রাসবাদে প্রভাবিত হয়ে মুজাহিদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল । নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে মিলিত হয়ে দেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিল ।
জানা গেছে,রিজওয়ান খান জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বাসিন্দা । সে দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় ইন্দারগো ফুড প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করেছিল। বর্তমানে সে বিহারের ফরবিসগঞ্জে মারহাবা ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে নিরাপত্তারক্ষী পদে কর্মরত ছিল । অন্যদিকে সাদ্দাম শেখ উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা । সে এনটিসি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করত । দুজনকেই পয়লা জুলাই গ্রেফতারের পর নিজেদের হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড।।