এইদিন ওয়েবডেস্ক,সাহারানপুর(ইউপি),২৯ সেপ্টেম্বর : ধর্মশিক্ষার জন্য যাওয়া ১৪ বছরের এক কিশোরীকে গর্ভবতী করে দিল মৌলবী । উত্তর প্রদেশের সাহারানপুর জেলার সদর বাজার থানা এলাকার ঘটনা । গুনধর মৌলবীর নাম মহম্মদ আনিস । বিগত ৬ মাস ধরে আনিসের লাগাতার ধর্ষণের কারনে কিশোরী এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে ।
গণমাধ্যমের খবর অনুসারে,মেয়েটির বাবা একজন শ্রমিক । এপ্রিল মাসে মেয়েকে ধর্মশিক্ষার জন্য স্থানীয় মৌলবী মহম্মদ আনিসের কাছে পাঠিয়েছিলেন তিনি । কিন্তু মেয়েটির উপর কুনজর পড়ে আনিসের ৷ এরপর সে মেয়েটিকে ভয় দেখিয়ে তার লালসার শিকার বানায় । মেয়েটিকে কখনও মসজিদে, কখনও নিজের বাড়িতে নিয়ে গিয়ে মৌলবী জোর করে ধর্ষণ করত বলে অভিযোগ । মেয়েটি বাধা দিলে, তাকে হত্যার হুমকি দিত । যেকারণে মেয়েটি ভয়ে এই বিষয়ে কাউকে কিছু বলেনি ৷ কিন্তু কয়েকদিন আগে তার পেটে ব্যথা এবং বমির উপসর্গ শুরু হলে পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে, ডাক্তাররা জানায় যে মেয়েটি ছয় মাসের গর্ভবতী ।
একথা শুনে হতবাক হয়ে যায় পরিবার । জিজ্ঞাসা করা হলে, মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং মৌলবীর কুকীর্তি খুলে বলে । মেয়েটি আরও জানায় যে মৌলবী আনিসের ভাই আনাসকে ঘটনাটি সম্পর্কে সে বলেছিল, কিন্তু সাহায্য করার পরিবর্তে,সে হুমকি দিয়েছিল যে পরিস্থিতি যেমন চলছে তেমন চলুক, অন্যথায় তার পুরো পরিবারকে হত্যা করবে । এই ভয়ে, মেয়েটি চুপ করে মৌলবীর সব অত্যাচার সহ্য করে যায় ।
অবশেষে, পরিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ একটি মামলা দায়ের করে এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষা করায় তার গর্ভবতী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পুলিশ জানিয়েছে, আনিস এবং তার ভাই আনাস পলাতক, এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নগর পুলিশ সুপার ব্যোম বিন্দাল জানিয়েছেন যে উভয় অভিযুক্তকেই শীঘ্রই গ্রেপ্তার করা হবে।।