এইদিন ওয়েবডেস্ক,বদায়ুঁ(উত্তরপ্রদেশ),১৯ অক্টোবর : উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় সাত বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা এবং বাধা পেয়ে খুনের ঘটনা ঘটেছে । শুক্রবার রাতে বাড়িরই অদূরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে শিশুটির মাথা থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার হয় । পরে সিসিটিভি ফুটেজ খুনিকে চিহ্নিত করে পুলিশ । পুলিশের চারটি দল রাতভর তল্লাশি চালিয়ে আজ শনিবার ভোর রাতে ২২ বছর বয়সী জানে আলম (Jan Alam) নামে অভিযুক্ত যুবককে খুঁজে বের করে সেমি এনকাউন্টারে তাকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে,বদায়ুঁ জেলার বিলসি থানার বিলসিতে ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তৃতীয় শ্রেণীর পড়ুয়া ৭ বছর বয়সী ওই কিশোরী সবজি কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল । অনেকক্ষণ পরেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে । কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে জানতে চাইলেও মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন অবস্থায় আশেপাশে খোঁজাখুঁজি করে রাত ১০টার দিকে বাড়িরই অদূরে একটি নির্মীয়মাণ বাড়িতে রক্তাক্ত অবস্থায় মেয়েটির লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। মেয়েটির ঘাড়ে এবং শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন এসএসপি ডাঃ ব্রজেশ কুমার সিং । কিশোরীর লাশ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
সিনিয়র পুলিশ সুপার ব্রজেশ সিং বলেছেন যে এই মামলায় রাতেই এসওজি সহ বেশ কয়েকটি পুলিশ দল মোতায়েন করা হয়েছিল। রাতেই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হয়েছে, যার ভিত্তিতে অভিযুক্তকে জানে আলম (২২) হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার খোঁজে তল্লাশি শুরু হয় । সিং বলেন, আজ ভোর ৪টার দিকে বিনপুর রোডে পুলিশ ও অভিযুক্তের মধ্যে এনকাউন্টার হয়। অভিযুক্ত পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়, এতে মনোজ নামে এক কনস্টেবল আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়, এতে অভিযুক্ত ডান পায়ে গুলিবিদ্ধ হয়। আহত দুজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আসামি জানে আলম ওই ছাত্রীকে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে । প্রথমে সে মেয়েটির মাথা দেয়ালে কয়েকবার আঘাত করে এবং পরে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে। এসএসপি আরও জানান, অভিযুক্তের কাছ থেকে একটি অবৈধ দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। সে তার অপরাধ স্বীকারও করেছে। সিং বলেন, মেয়েটির সঙ্গে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকি তথ্য জানা যাবে বলে জানান তিনি।।