এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৬ অক্টোবর : গত ২ অক্টোবর বারাণসী থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেওয়ার ঘটনায় মহম্মদ হুসেন ওরফে মহম্মদ শহিদ নামে একজন আসামিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) । সে বিহারের ভাগলপুর জেলার ইসহাকচকের বাসিন্দা এবং চান্দৌলির মুঘলসরাই থানার পুরানি বস্তি পাড়ব চৌরাহাটে ভাড়ায় একটি ঘরে ভাড়া থাকত । তদন্তকারী দল এখন খতিয়ে দেখছে বন্দে ভারতে পাথর নিক্ষেপের উদ্দেশ্য কী ছিল ? এটিএস-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বন্দে ভারতে পাথর ছুঁড়ে মারার কারণ জানিয়েছেন বলে জানা গেছে ।
ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর । কানপুরের পাঙ্কি স্টেশনের কাছে বারানসি থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। ট্রেনের সি-৭ কোচের জানালার কাচ ভেঙে যায়। সিটে বসা যাত্রীরা নিচে ঝুঁকে আত্মরক্ষা করেন । এর পরে, আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) এবং জিআরপি (সরকারি রেলওয়ে পুলিশ) কন্ট্রোল প্রয়াগরাজকে পাঙ্কিতে পাথর ছোড়ার কথা জানানো হয়েছিল। এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রেলের সম্পত্তির ক্ষতিসাধনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইউপি এটিএস । প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় হুসেন ওরফে শহিদ নামে এক ব্যক্তিকে চান্দৌলির মুঘলসরাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হুসেন জানায়, পাথর নিক্ষেপের আসল উদ্দেশ্য ছিল ট্রেনের জানালা ভেঙে গতি কমানো। ট্রেনের গতি কমলেই জানালার কাছে বসা যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার ।
এর আগেও বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। কানপুর ছাড়াও ইটাওয়াতেও এমন ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার পর রেল প্রশাসন নিরাপত্তা বাড়িয়েছে এবং বন্দে ভারত এক্সপ্রেসের রুটে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আরপিএফ এবং জিআরপির যৌথ দল যাত্রীদের নিরাপত্তার দিকে নজর রাখছে।।

