এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৪ এপ্রিল : উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) দুই পাকিস্তানি নাগরিক এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম আলতাফ ভাট, সাইয়েদ গাজানফার ও নাসির আলি । প্রথম দু’জন পাকিস্তানের বাসিন্দা । তৃতীয়জনের বাড়ি জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ।ভারত-নেপাল সীমান্তে সোনাউলির একটি গ্রাম ফরেন্ডা থেকে তাদের পাকড়াও করা হয় । ধৃতদের কাছ থেকে পাসপোর্ট, আধার কার্ড এবং মোবাইল ফোন সহ জাল নথি উদ্ধার করা হয়েছে। দুটি পাকিস্তানি আই-কার্ডও উদ্ধার করা হয়েছে।
ওই তিন অনুপ্রবেশকারী ভারত-নেপাল সীমান্ত দিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করেছিল । ভারতে এসে জাল নথি বানিয়ে নিয়ে ভারতীয় নাগরিক সেজে রীতিমতো বসবাস শুরু করেছিল । তদন্তকারী দল জানতে পেরেছে যে ধৃত মহম্মদ আলতাফ ভাট প্রথমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাহায্যে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কাছ থেকে প্রশিক্ষণ নেয় । পরে সে সাইয়েদ গজানফর এবং নাসিরকে হিজবুল মুজাহিদিনের কাছে সন্ত্রাসী প্রশিক্ষণের জন্য পাঠায় । এরপর ওই তিনজন মিলে ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল ।।