প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ আগষ্ট : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদন্দের জেরে ফের উত্তপ্ত হল বর্ধমানের খাগড়াগড় । দরজার তালা ভেঙে তৃণমূল কংগ্রেসের কার্যালয় লণ্ডভণ্ড করে দেওয়ার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে মানুষজনকে সাহায্যের জন্য রাখা নথিপত্রও নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে । এইসব ঘটনা নিয়ে একগোষ্ঠী অপর গোষ্ঠীকে দায়ী করেছে । তবে তৃণমূলের গোষ্ঠীদন্দে এলাকা বারবার উত্তপ্ত হওয়ায় অতিষ্ট খাগড়াগড়ের বাসিন্দারা ।
তৃণমূলের গোষ্ঠীদন্দে রবিবার অশান্ত হয় খাগড়াগড় ।এরপর এদিন ফের খাগড়াগড় এলাকা উত্তপ্ত হল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের জেরে।এলাকার তৃণমূল নেতা শেখ ফিরোজের অনুগামী মহম্মদ হোসেন এদিন দাবি করেন,পুলিশের নির্দেশে রবিবার তাঁদের দলীয় কার্যালয় বন্ধ ছিল। তবুও রাতে কিছু দুস্কৃতী কার্যালয়ের দরজার তালা ভেঙে সব লণ্ডভণ্ড করেদেয়।দুয়ারে সরকার প্রকল্পে এলাকার মানুষকে সাহায্য করার জন্য যে সব নথিপত্র রাখা হয়েছিল সেইসবও নষ্ট করে দেওয়া হয়েছে ।এলাকার বাসিন্দা পিয়ারী বিবি অভিযোগে বলেন, রান্না খাওয়াদাওয়া করতেও বাধা দেওয়া হচ্ছে। এমন গুন্ডামি অসহ্য হয়ে উঠছে ।
যদিও এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি
করেছেন, বিরোধী গোষ্ঠীর মহম্মদ ইনসান। পালটা অভিযোগে তিনি দাবি করেন ,এলাকার যাবতীয় অশান্তির মূলে রয়েছে শেখ ফিরোজ ও তার অনুগামী শেখ হোসেন সহ তাঁর দলবল। ওরাই নিজেদের গোষ্ঠীর মেয়েদের নিয়ে এসে বাসিন্দাদেরর মারধোর ও চড় থাপ্পড় মারা করিয়েছে।এছাড়াও ক্লাব নিয়ে নানা বেনিয়ম ও আর্থিক দুর্নীতি চলছে বলেও মহম্মদ ইনসান দাবি করেছেন । এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘সবটাই স্থানীয় ঘটনা।এর সাথে দলের কোনো যোগ নেই । এটা গোষ্ঠীকোন্দলের ব্যাপার নয় ।ক্লাবের ব্যাপার হতেও পারে । এলাকায় কোন গোষ্ঠী নেই।’।