এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ অক্টোবর : আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক (Spin Boldak) সীমান্তে বিনা প্ররোচনায় গোলাগুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্থান সেনার বিরুদ্ধে । গুলিতে মৃত্যু হয়েছে এক আফগান মহিলার । পালটা জবাব দিয়েছে তালিবান । বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোলাবর্ষণ চলে বলে জানা গেছে । উভয়পক্ষই মর্টার শেল জাতীয় ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে ।
জানা গেছে,বুধবার রাতে অকারণে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী । ফলে স্পিন বোল্ডাক সীমান্ত-ক্রসিং কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় । বর্তমানে উপ-বর্ডার পাসিং বন্ধ রয়েছে । একজন তালেবান সীমান্ত কর্মকর্তা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,পাকিস্তান বাহিনী এদিন সকাল পর্যন্ত চারবার আফগানিস্তানে মর্টার ছুড়েছে । পালটা জবাব দিয়েছে তালিবান বাহিনীও । তিনি বলেন, কোনো তালেবান হতাহত হয়নি তবে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ফলে একজন মহিলা নিহত হয়েছেন ।
প্রসঙ্গত,২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না । দু’দেশের সীমান্তে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটেছে । প্রতি ক্ষেত্রেই পাকিস্তানের পক্ষ থেকে প্রথম হামলা চালানো হয় বলে অভিযোগ তালিবানের ।।