এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুলাই : মঙ্গলবার প্রকাশ হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । পাশের হার ১০০ শতাংশ । সর্বোচ্চ নম্বর ৬৯৭ । পেয়েছে ৭৯ জন । যদিও করোনা কালের জন্য এবারে মাধ্যমিক পরীক্ষা হয়নি । বিকল্প পদ্ধতিতে হয়েছে মূল্যায়ন । তা সত্ত্বেও এই ফলাফলকে নজিরবিহীন বলে মনে করছেন অভিজ্ঞমহল । উঠছে শিক্ষার মান নিয়ে প্রশ্ন ।
করোনা কালের জন্য দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ স্কুল-কলেজ । চলছে অনলাইন ক্লাস ও পরীক্ষা । বই দেখে দেখে পরীক্ষা দেওয়া । তাই লাটে উঠেছে পড়াশোনা । পড়ুয়াদের শিক্ষার মান নিয়ে খোদ অবিভাবকরাই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন । তাই করোনা কালের মধ্যেই যথাযথ বিধি মেনে স্কুল-কলেজ খোলার পক্ষে সওয়াল করছে অবিভাকদের বৃহত্তর অংশ । এই পরিস্থিতিতে এদিনের মাধ্যমিকের ফলাফলে খুশির পরিবর্তে অবিভাবকদের চোখে মুখে চিন্তার ছাপ।
এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৬৯৯জন । তার মধ্যে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন ছাত্র । ছাত্রী ছিল ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন । তাদের সকলেই পাশ করেছে । তবে এবারে প্রকাশ করা হয়নি মেধা তালিকা ।
পর্ষদ সুত্রে খবর,এবারে ৪২,৮৫৫জন পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে । ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ১১৯০৬৬ জন । ৮১০৫৫৯ জন পরীক্ষার্থী পেয়েছে ৬০ থেকে ৭৯ শতাংশের মধ্যে নম্বর । প্রায় ১০ লাখ পরীক্ষার্থী ৬০ উপরে নম্বর পেয়েছে বলে পর্ষদ সুত্রে জানা গেছে । এরপরে ফলাফল অপছন্দ হলে সঠিক সময়ে পরীক্ষা দেওয়ার সূযোগ পাওয়া যাবে । অন্যথায় এদিনের ঘোষিত ফলাফল চুড়ান্ত বলে গন্য হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷।