এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ এপ্রিল : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত একাধিক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে । তাই তাঁর এজলাস বয়কটের ডাক দিয়েছিল তৃণমূলপন্থী আইনজীবীরা । মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের এনিয়ে বৈঠক ডাকা হয়েছিল । কিন্তু বামফ্রন্ট,বিজেপি ও কংগ্রেস সমর্থক আইনজীবীরা বরাবরই এজলাস বয়কটের ডাকের বিরুদ্ধে ছিলেন ।
জানা গেছে,বৈঠক শুরুর মুখেই দু’পক্ষের আইনজীবীদের মধ্যে এনিয়ে দু’চার কথা হতে হতেই তাঁরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন । একে অন্যকে কামড়েও দেন বলে খবর । মারামারির কারনে দুই আইনজীবী আহত হন । তাঁদের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ।
এদিকে এই উত্তপ্ত পরিস্থিতি মাঝে বৈঠক ছেড়ে বেড়িয়ে যান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ । তৃণমূল বিরোধী আইনজীবীরাও বেগতিক বুঝে সরে পড়েন । তৃণমূলপন্থী আইনজীবীদের দাবি, বারের নিয়ম মেনে পরে সভা চালানো হয়েছে। এবং সর্বসম্মতিক্রমে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে । অন্যদিকে বারের সভাপতি অরুণাভ ঘোষ জানিয়েছেন, ‘অ্যাসোসিয়েশনের সাধারণ সভা বাতিল হয়ে যাওয়ায় কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি । এমনকি তিনি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন সভার কোনও প্রকার সিদ্ধান্তকে যেন মান্যতা না দেওয়া হয় ।।